খেলাধুলা

জাদুকরী মেসি, রহস্যময় মেসির বার্সা

চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে ১১ এপ্রিল ম্যানইউয়ের মুখোমুখি হবে বার্সা। লিগে কাতালানদের একচেটিয়া রাজত্ব। মেসিকে তাই বিশ্রাম দেওয়ার এটাই সেরা সময় বলে উল্লেখ করেন বার্সা কোচ ভালভার্দে। কিন্তু মেসি পুরোপুরি বিশ্রাম পেলেন না। দলের বিপদে মাঠে নামতে হলো তাকে। প্রমাণ দিতে হলো মেসি এবং মেসির বার্সা অলৌকিক, জাদুকরী এবং রহস্যঘেরা এক দল।

ম্যাচের ১২ ও ১৬ মিনিটে ভিয়ারিয়ালের জালে বল জড়ান বার্সার দুই ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো এবং ম্যালকম। প্রথম গোলটিও ম্যালকমের বানিয়ে নেওয়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বার্সার শুরুর একাদশে নেমেই গোল করলেন তরুণ ব্রাজিলিয়ান ম্যালকম। আর কুতিনহো ১৭ ম্যাচের গোল খরা কাটালেন এ ম্যাচে।

এরপরই অচেনা দলে পরিণত হয় বার্সা। পায়ে কম বল রেখেও দুর্দান্ত ঘুরে দাঁড়ায় ভিয়ারিয়াল। ঘরের মাঠে ২৩ এবং ৫০ মিনিটে গোল করে সমতায় ফেরে তারা। এরপর ৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। তার দুই মিনিট বাদেই আবার গোল খেয়ে বসে বার্সা। পরে ৮০ মিনিটের মাথায় মেসিদের অবাক করে চতুর্থ গোল ভিয়ারিয়ালের। তারা ৪-২ গোলে এগিয়ে। জয়েরও খুব কাছাকাছি।

এমন সময় জাদুকর রূপে আর্বিভাব মেসির। ম্যাচের ৯০ মিনিটে ফ্রি কিক পেয়ে যায় বার্সা। বক্সের বাইরের বিপদজ্জনক ওই জায়গা থেকে দুর্দান্ত ফ্রি কিক নিয়ে গোল ব্যবধান কমান মেসি। এ নিয়ে পরপর তিন ম্যাচে ফ্রি কিক থেকে গোল করলেন বার্সা জুদকর মেসি। বার্সা তখনও ৪-৩ গোলে পিছিয়ে। এরপর অতিরিক্ত সময়ে গোল করেন লুইস সুয়ারেজ। তার ৯৪ মিনিটের গোলে হারের লজ্জা এড়ায় বার্সা।

কর্নার থেকে পাওয়া বল ভিয়ারিয়াল নিরাপদ করতে পারেনি। পরে সুয়ারেজ তা থেকে গোল করেন। এ নিয়ে বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে বার্সার দায়িত্ব নিয়ে তৃতীয়বারের মতো দলের চার বা অধিক গোল হজম করতে দেখল। এরআগে চলতি মৌসুমে রিয়াল বেটিসের বিপক্ষে চার গোল খায় বার্সা। আর গেল মৌসুমে লেভান্তের বিপক্ষে পাঁচ গোল হজম করে ভালভার্দের দল।