খেলাধুলা

আবারও মাহমুদউল্লাহর সেঞ্চুরি

অসাধারণ মাহমুদউল্লাহ! টানা দ্বিতীয়
ম্যাচে দেশকে ভাসালেন সেঞ্চুরির গৌরবে।বিশ্বকাপের মহাতারকা হয়ে তাঁর ১০০ রানেরদুর্দান্ত ইনিংসটির ওপর ভর করেইহ্যামিল্টনে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্চজানাচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময়বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৭ ওভারে ৫উইকেটে ২৫০। মাহমুদউল্লাহর সঙ্গী সাব্বিরেরব্যাট থেকে এসেছে ৩৪ রান।সাকিব আউট হয়েছেন ২৩ রানে। ১৮বলে ৩টি চারে করা এই ইনিংসটিরসমাপ্তি যথেষ্ট হতাশাজনক। কোরি অ্যান্ডারসনেরযে ওভারটিতে তিনি আউট হয়েছেন, সে ওভারে তাঁরব্যাট থেকেই আসে দুটি বাউন্ডারি। অফ স্টাম্পেরএকেবারে বাইরের বলকে চার্জ করতে গিয়েইউইকেটরক্ষক লুক রনকির হাতে ধরা পড়েন তিনি।মুশফিক ফিরেছেন ১৫ রানে। তিনিও দারুণএকটি ইনিংসেরই ইঙ্গিত দিয়েছিলেন। তাঁরইনিংসটিরও মৃত্যু-ঘন্টা বাজে ওই অ্যান্ডারসনেরবলেই উইকেটের পেছনে রনকির হাতে ধরা পড়ে।শুরুতে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদের দুর্দান্তবোলিংয়ে দিশেহারা বাংলাদেশকে পথ দেখানসৌম্য সরকার। সৌম্য নামতেই ভোজবাজিরমতো পাল্টে গেল পরিস্থিতি। ট্রেন্ট বোল্ট আরটিম সাউদির বোলিং আক্রমণ যেভাবে বাংলাদেশদলকে ভোগাচ্ছিল, সেই অবস্থা থেকে দলকে বেরকরে নিয়ে আসলেন সৌম্য।পাল্টা আক্রমণে চাপটা সরিয়ে নিলেন দলের কাঁধথেকে। রানের চাকাকে করলেন সচল। একদিনেরক্রিকেটে নিজের প্রথম ফিফটিটি পেলেন আজতিনি। যদিও ৫১ রানে তাঁর ইনিংসটির অপমৃত্যুঘটেছে ড্যানিয়েল ভেট্টোরির বলে,কোরি অ্যান্ডারসনের হাতে ধরা পড়ে।সৌম্যর সঙ্গে দারুণ এক জুটি গড়েছিলেন আছেনবিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানমাহমুদউল্লাহ। ৯০ রানের এই জুটি এইম্যাচে বাংলাদেশকে দারুণভাবেইঘুরে দাঁড়াতে সহায়তা করে। সর্বশেষ বাংলাদেশ নিউজিল্যান্ডকে ২৮৯ রানের টার্গেট দিয়েছে ।