খেলাধুলা

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা – ভক্তদের জোয়ার বিমান বন্দরে

সফল বিশ্বকাপ অভিযান শেষে দেশে
ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকেবিদায় নেয়া মাশরাফি বিন মুর্তজাদের বিমানবন্দরেফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরকর্মকর্তারা। হাজারো ক্রিকেট ভক্তও বীরের বেশেফেরা মাশরাফিদের বরণ করে নিতে বিমানবন্দরেআসেন।রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকায় পারাখেন মাশরাফিরা। দলের সবাইকে ফুলের মালা পরিয়েদেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক ওকর্মকর্তারা।একাদশ বিশ্বকাপে বাংলাদেশের মূল লক্ষ্য ছিলকোয়ার্টার-ফাইনালে খেলা। আফগানিস্তান, স্কটল্যান্ডও ইংল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্য ভালোভাবেই পূরণকরেন মাশরাফিরা।কোয়ার্টার-ফাইনালে শিরোপাধারী ভারতকে একটা সময়পর্যন্ত চাপে রাখলেও শেষ পর্যন্ত পেরে উঠেনিবাংলাদেশ। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচসেরা রোহিত শর্মা জীবন না পেলে ম্যাচের ফলঅন্যরকমও হতে পারত।গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পক্ষে বাজিধরার লোক কমই ছিলেন। ওয়ানডেতে এশিয়া কাপেআফগানিস্তানের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপেহংকংয়ের কাছে হারা দলটির মনোবল ছিল তলানিতে।বিশ্বকাপের প্রস্তুতি পর্বে চারটি ম্যাচ হারেবাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচআক্ষরিক অর্থেই তাদের জন্য অগ্নিপরীক্ষায় পরিণতহয়। সব চাপ পেছনে ফেলে শতরানের জয়ে ভালোভাবেইবিশ্বকাপ অভিযান শুরু করেন মাশরাফিরা।স্কটল্যান্ডের বিপক্ষে তিনশ’ রানের লক্ষ্য তাড়া করেজিতে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলারপথে আরেকধাপ এগিয়ে যায় বাংলাদেশ। পরের ম্যাচেইংল্যান্ডকে হারিয়ে গড়ে ইতিহাস।নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ না জিতলেওকোয়ার্টার-ফাইনালে ভারতকে মোকাবেলার প্রস্তুতিসেরে রেখেছিল টাইগাররা। আম্পায়ার রুবেল হোসেনকে‘নো’ বল ডেকে বাংলাদেশের খেলা এলোমেলো করে দেয়ারআগ পর্যন্ত চালকের আসনে ছিলেন মাশরাফিরাই।সব বিপক্ষে যাওয়ার ম্যাচে হেরে সেমি-ফাইনালে যেতেনা পারলেও ক্রিকেটভক্তদের হৃদয় জয় করেছেনমাশরাফিরা। তাই অনেকটা নিভৃতে বিশ্বকাপ খেলতেগেলেও ফেরার সময় তারা পেলেন বীরের সংবর্ধনা।মাশরাফিদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নিতেবিমানবন্দরে সমর্থকের ঢল নামে। বাংলাদেশ দলকেঅভিনন্দন জানাতে আসা উত্তরা উইমেন্স মেডিকেলকলেজের শিক্ষার্থী তারিন বলেন, “টাইগাররা খেলায়যে পারদর্শিতা দেখিয়েছে, বাংলাদেশের ক্রিকেটইতিহাসে তা অনন্য।”রিফাত, ঋতু, দিপিকা, প্রভা, হৃদম, ইবুর মতো অসংখ্যসমর্থকের উচ্ছ্বাসে বিমানবন্দর এলাকা মুখরিত হয়েওঠে। বাবা-মায়ের হাত ধরে, কোলে চড়ে মাশরাফিদেরশুভেচ্ছা জানাতে এসেছিল শিশুরাও।‘আমরা হারিনি, আমরা জিতেছি’, ‘মাশরাফিদেরশুভেচ্ছা’ সহ আরো অনেক শ্লোগান ছিল সমর্থকদেরহাতে থাকা প্ল্যাকার্ডে।