খেলাধুলা

আজ উত্তেজনা পূর্ণ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, দুটি দলই এবারের
বিশ্বকাপের আয়োজক।আর দুটি দলই রয়েছে চরম ফর্মে।তাই আজকের ফাইনাল হবে চরম উত্তেজক একক্রিকেটের লড়াই, বলছিলেন বিশ্লেষক বোরিয়ামুজমদার।ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালখেলছে নিউজিল্যান্ড।আর সেই সাথে এবারের বিশ্বকাপে একটি ম্যাচওহারেনি দলটি।দলে তাই এখন ব্যাপক আত্মবিশ্বাস।অন্যদিকে অস্ট্রেলিয়ার আছে সবচেয়ে বেশি বারবিশ্বকাপ ফাইনাল খেলবার রেকর্ড।দলটি খেলছেও নিজের দেশের মাটিতে অনেকসমর্থক নিয়ে।আজ যে মাঠে ফাইনাল খেলা হবে সেই মেলবোর্নক্রিকেট গ্রাউন্ডে এর আগে ছাব্বিশ বার মুখোমুখিহয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।তার মধ্যে চব্বিশটি ম্যাচেই অবশ্য জিতেছেঅস্ট্রেলিয়া।বোরিয়া মজুমদারের মতে এর থেকে উত্তেজকবিশ্বকাপ ফাইনাল আর হতে পারে না।কিন্তু আজকে কি হতে যাচ্ছে?আর কিছুক্ষণের মধ্যেই সেই জবাব নিয়েবাংলাদেশ সময় সকাল সাড়ে নটায় শুরু হতে যাচ্ছেবিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ।