৪৮ দিন পর অবশেষে শেষ হয়েছে বিশ্বকাপ। ক্ষণে ক্ষণে কত
মুহূর্তেরই তো জন্ম দিয়ে গেছে ৪৮ দিনব্যাপী এইটুর্নামেন্ট। চাইলেই বাংলাদেশও বেছে নিতে পারে নিজেদেরস্মরণীয় মুহূর্তগুলো। এমনকি শীর্ষস্থানীয় আন্তর্জাতিকবার্তা সংস্থা এএফপির বেছে নেওয়া সেরা মুহূর্তগুলোরমধ্যেও স্থান পেয়েছে বাংলাদেশ দলের একটি উদ্যাপনেরকথা। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতেঅজিঙ্কা রাহানেকে আউট করার পর মাশরাফি-তাসকিনেরসেই উদ্যাপনটা নিশ্চয়ই চোখে লেগে আছে ক্রিকেটপ্রেমীদেরও।রাহানেকে আউট করার পর পরই তাসকিনের দিকে দৌড়েআসেন অধিনায়ক মাশরাফি। তারপর লাফ দিয়ে বুকে-বুকেধাক্কা দিয়ে দুজন দুদিকে পড়ে যান। উদ্যাপনের ভঙ্গিটি দেখেএএফপি মাশরাফি-তাসকিনের নাম দিয়েছে বাংলাদেশের'ব্রায়ান ব্রাদার্স'। উদ্যাপনের এই ভঙ্গিটি প্রথমেজনপ্রিয় করেছিলেন টেনিসের যমজ সহোদর বব ও মাইকব্রায়ান। তাঁরাও পয়েন্ট পেলে এমন বুকে বুক ঠুকে উদ্যাপনকরেন। তাই মাশরাফি-তাসকিনের উদ্যাপনটির এমন নামদিয়েছে এএফপি।এ ছাড়াও সেই তালিকায় আছে আরও বেশ কিছু মুহূর্তেরকথা। ইংল্যান্ড দল নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পৌঁছানোরপর সেখানকার মেয়র ভুল করে ইংল্যান্ড অধিনায়ক এউইনমরগানকে ডেকেছিলেন ‘এউইন রজার’ নামে। সে ঘটনারওউল্লেখ আছে তালিকায়। পরে মরগান মজা করে বলেছিলেন,‘আমাকে আরও বিচিত্র নামে ডাকা হয়ে থাকে। মেয়র তোআমার নামের কঠিন অংশটিই ঠিকঠাক ভাবেই বলেছেন।’ক্রিস গেইলের ডাবল সেঞ্চুরিটাকে এএফপি নাম দিয়েছে‘টুইটার প্রতিশোধ’। ঘটনাটি হলো, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবোর্ডের প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন একজন ক্যারিবীয়-ভক্তের টুইট পুনরায় পোস্ট করেছিলেন। যেটাতে লেখা ছিলগেইলকে যেন একটি অবসর প্যাকেজ দিয়ে ক্রিকেট থেকেবিদেয় করে দেওয়া হয়।তারপরের ম্যাচেই গেইল জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানেরসেই অতিমানবীয় ইনিংসটি খেলেন। আইরিশ ব্যাটসম্যান এডজয়েসের ‘বেঁচে যাওয়ার’ কথাও আছে সেই তালিকায়। আরবআমিরাতের বিপক্ষে একবার বল স্টাম্পে আঘাত করে। কিন্তুস্টাম্পের গায়ের বাতিগুলো জ্বলে উঠলেও বেল না পড়ারকারণে আউট দেওয়া যায়নি। গ্রুপ পর্বে বাংলাদেশ আরনিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে বেড়ে গিয়েছিল পোকারআধিক্য। যন্ত্রণার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যেশেষমেশ মাঠের বাইরে থেকে আনানো হয় পোকা নিরোধকবিশেষ স্প্রে। এই ঘটনার উল্লেখও আছে সেই তালিকায়।কোয়ার্টার ফাইনালে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচে লড়াইজমে উঠেছিল পেসার ওয়াহাব রিয়াজ এবং ব্যাটসম্যান শেনওয়াটসনের মধ্যে। ওয়াহাব রিয়াজের সেই দুর্দান্ত ওভারটিরউল্লেখও আছে সেই মুহূর্তগুলোর মধ্যে। এ ছাড়া সেইতালিকায় স্থান পেয়েছে ট্রফি হাতে নিয়ে ক্লার্কের বিদায়,ডাইভ দিয়ে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে পাকিস্তানি পেসারইয়াসির শাহের ট্রাউজার খুলে যাওয়ার মতো ঘটনাগুলো।আরেকটি মজার ঘটনার এএফপি নাম দিয়েছে ‘দক্ষিণআফ্রিকানের হাতেই খুন দক্ষিণ আফ্রিকা’! সেমিফাইনালেদক্ষিণ আফ্রিকার হেরে যাওয়ার কথা তো জানেন নিশ্চয়ই।আর সেদিন প্রোটিয়া বধের নায়ক ছিলেন গ্রান্ট এলিয়ট।যেই গ্রান্ট এলিয়টের জন্মই কিনা দক্ষিণ আফ্রিকারজোহানেসবার্গে!
মুহূর্তেরই তো জন্ম দিয়ে গেছে ৪৮ দিনব্যাপী এইটুর্নামেন্ট। চাইলেই বাংলাদেশও বেছে নিতে পারে নিজেদেরস্মরণীয় মুহূর্তগুলো। এমনকি শীর্ষস্থানীয় আন্তর্জাতিকবার্তা সংস্থা এএফপির বেছে নেওয়া সেরা মুহূর্তগুলোরমধ্যেও স্থান পেয়েছে বাংলাদেশ দলের একটি উদ্যাপনেরকথা। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতেঅজিঙ্কা রাহানেকে আউট করার পর মাশরাফি-তাসকিনেরসেই উদ্যাপনটা নিশ্চয়ই চোখে লেগে আছে ক্রিকেটপ্রেমীদেরও।রাহানেকে আউট করার পর পরই তাসকিনের দিকে দৌড়েআসেন অধিনায়ক মাশরাফি। তারপর লাফ দিয়ে বুকে-বুকেধাক্কা দিয়ে দুজন দুদিকে পড়ে যান। উদ্যাপনের ভঙ্গিটি দেখেএএফপি মাশরাফি-তাসকিনের নাম দিয়েছে বাংলাদেশের'ব্রায়ান ব্রাদার্স'। উদ্যাপনের এই ভঙ্গিটি প্রথমেজনপ্রিয় করেছিলেন টেনিসের যমজ সহোদর বব ও মাইকব্রায়ান। তাঁরাও পয়েন্ট পেলে এমন বুকে বুক ঠুকে উদ্যাপনকরেন। তাই মাশরাফি-তাসকিনের উদ্যাপনটির এমন নামদিয়েছে এএফপি।এ ছাড়াও সেই তালিকায় আছে আরও বেশ কিছু মুহূর্তেরকথা। ইংল্যান্ড দল নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পৌঁছানোরপর সেখানকার মেয়র ভুল করে ইংল্যান্ড অধিনায়ক এউইনমরগানকে ডেকেছিলেন ‘এউইন রজার’ নামে। সে ঘটনারওউল্লেখ আছে তালিকায়। পরে মরগান মজা করে বলেছিলেন,‘আমাকে আরও বিচিত্র নামে ডাকা হয়ে থাকে। মেয়র তোআমার নামের কঠিন অংশটিই ঠিকঠাক ভাবেই বলেছেন।’ক্রিস গেইলের ডাবল সেঞ্চুরিটাকে এএফপি নাম দিয়েছে‘টুইটার প্রতিশোধ’। ঘটনাটি হলো, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবোর্ডের প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন একজন ক্যারিবীয়-ভক্তের টুইট পুনরায় পোস্ট করেছিলেন। যেটাতে লেখা ছিলগেইলকে যেন একটি অবসর প্যাকেজ দিয়ে ক্রিকেট থেকেবিদেয় করে দেওয়া হয়।তারপরের ম্যাচেই গেইল জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানেরসেই অতিমানবীয় ইনিংসটি খেলেন। আইরিশ ব্যাটসম্যান এডজয়েসের ‘বেঁচে যাওয়ার’ কথাও আছে সেই তালিকায়। আরবআমিরাতের বিপক্ষে একবার বল স্টাম্পে আঘাত করে। কিন্তুস্টাম্পের গায়ের বাতিগুলো জ্বলে উঠলেও বেল না পড়ারকারণে আউট দেওয়া যায়নি। গ্রুপ পর্বে বাংলাদেশ আরনিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে বেড়ে গিয়েছিল পোকারআধিক্য। যন্ত্রণার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যেশেষমেশ মাঠের বাইরে থেকে আনানো হয় পোকা নিরোধকবিশেষ স্প্রে। এই ঘটনার উল্লেখও আছে সেই তালিকায়।কোয়ার্টার ফাইনালে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচে লড়াইজমে উঠেছিল পেসার ওয়াহাব রিয়াজ এবং ব্যাটসম্যান শেনওয়াটসনের মধ্যে। ওয়াহাব রিয়াজের সেই দুর্দান্ত ওভারটিরউল্লেখও আছে সেই মুহূর্তগুলোর মধ্যে। এ ছাড়া সেইতালিকায় স্থান পেয়েছে ট্রফি হাতে নিয়ে ক্লার্কের বিদায়,ডাইভ দিয়ে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে পাকিস্তানি পেসারইয়াসির শাহের ট্রাউজার খুলে যাওয়ার মতো ঘটনাগুলো।আরেকটি মজার ঘটনার এএফপি নাম দিয়েছে ‘দক্ষিণআফ্রিকানের হাতেই খুন দক্ষিণ আফ্রিকা’! সেমিফাইনালেদক্ষিণ আফ্রিকার হেরে যাওয়ার কথা তো জানেন নিশ্চয়ই।আর সেদিন প্রোটিয়া বধের নায়ক ছিলেন গ্রান্ট এলিয়ট।যেই গ্রান্ট এলিয়টের জন্মই কিনা দক্ষিণ আফ্রিকারজোহানেসবার্গে!