খেলাধুলা

এন শ্রীনিবাসন কী ভেবেছিলেন আর কী হচ্ছে!

জগমোহন ডালমিয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল
বোর্ড (বিসিসিআই) সভাপতির পদটা পেয়েছেনশ্রীনিবাসনের আশীর্বাদেই। আর সেই ডালমিয়াইকি না শ্রীনিবাসনের বিরুদ্ধে চলে গেলেন! তার কোন অন্যায় আবদার তিনি রাখতে রাজি না।আইপিএল উদ্বোধনের ২৪ ঘণ্টা আগে রীতিমতো‘ক্যু’ হয়ে গেল ভারতীয় ক্রিকেটে। আইপিএলেরচেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীনিরপক্ষত্যাগী রাজীব শুক্লা। যদিও আইপিএলেরচেয়ারম্যান পদে শুক্লার ফিরে আসার আভাস পাওয়াগিয়েছিল আগেই। কিন্তু এরপর ডালমিয়া যাকরলেন, সেটা ভাবতে পারেননি কেউ।বিসিসিআইয়ে সবচেয়ে লোভনীয় পদ ধরা হয়আইপিএল, অর্থ ও বিপণনকে। শুক্লাকে আইপিএলেরপ্রধান করার পর অর্থ ও বিপণনের প্রধান করাহয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও চেতনদেশাইকে। শুক্লার মতোই এঁরা দুজনওবিসিসিআইয়ের নির্বাচনে শ্রীনিবাসনেরপ্রার্থীর বিপক্ষে দাঁড়িয়েছিলেন।ডালমিয়া বোর্ডে ফিরিয়েছেন ভারতের সাবেকঅধিনায়ক সৌরভ গাঙ্গুলীকেও। বিসিসিআইয়েরটেকনিক্যাল কমিটির প্রধানের পদ থেকে সরিয়েদেওয়া সৌরভ ফিরেছেন আইপিএল গভর্নিংকাউন্সিলের সদস্য হয়ে। রবিশাস্ত্রী রয়েছেনআগের পদেই, তবে সরিয়ে দেওয়া হয়েছে সাবেকক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথকে।এদিকে কলকাতার দৈনিক আনন্দবাজার জানিয়েছে,পরশুর সভায়ই নাকি শ্রীনিবাসন চেয়েছিলেনবাতিল করা হোক ভারতের বাংলাদেশ সফর। কিন্তুবাংলাদেশের ক্রিকেটের সুহৃদ বলে পরিচিতডালমিয়া নাকি কানেই তোলেননি ওই প্রস্তাব।যদিও সফর এখনো চূড়ান্ত হয়নি।আর সবকিছু মিলিয়ে শ্রীনিবাসন নাকি ডালমিয়ারবিরুদ্ধে বেশ খেপেছেন, আনতে চেয়েছেন অনাস্থাপ্রস্তাব। যদিও ডালমিয়াকে সরাতে দুই-তৃতীয়াংশসমর্থন লাগবে, যেটা এই মুহূর্তে নেইশ্রীনিবাসনের। তাই সব মিলিয়ে বেশঅস্বস্তিতেই আছেন আইসিসির চেয়ারম্যান।ক্রিকইনফো।