খেলাধুলা

এবার নিজেই ফেঁসে যাচ্ছেন ‘প্রতারক’ শ্রীবাসন!

অন্যায় করতে করতে সীমা ছাড়িয়েছেন
নারায়ণস্বামী শ্রীবাসন। দুর্নীতির সঙ্গে নিজেরনামটাকে এমনভাবে জড়িয়ে ফেলেছেন যে, এইদুটাকে আলাদা করা মুশকিল। এতসব অন্যায় কাজেরসঙ্গে সখ্য থাকার পরও আইসিসির চেয়ারম্যানেরপদে আসীন ভারতের এই বিতর্কিত সংগঠক।বিশ্বকাপের ফাইনালে জয়ী দলের হাতে আ হ মমুস্তাফা কামালকে ট্রফি তুলতে না দিয়ে শ্রীনিজানান দিয়েছিলেন, এই ভারতীয় লোকটি অত্যন্তএকরোখা। এর জন্য কম সমলোচনা শুনতে হয়নি তার।তবে শ্রীনি কি সেসব আমলে নেওয়ার লোক?প্রশ্নটা অবশ্য কোটির টাকার।সম্প্রতি তার নামে প্রতারণার অভিযোগ উঠেছে।এবার ফেঁসে যাচ্ছেন ‘প্রতারক’ শ্রীনি। কী এমনপ্রতারণা করলেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থারসবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি? শ্রীনিকে ধরিয়েদিচ্ছে তার দেশ ভারতই।ইন্ডিয়া সিমেন্টসের ব্যালান্স শিটে চেন্নাইসুপার কিংসের বর্তমান ব্র্যান্ড ভ্যালু দেখানোহয়েছে ৬০০ কোটি রুপি। কিন্তু চেন্নাইয়েরট্রান্সফার মাত্র ৫ লাখ রুপি দেখিয়ে বোর্ডকে ৩০কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অপচেষ্টা করেনশ্রীনি। তাই বোর্ডের সঙ্গে প্রতারণার দায়েশ্রীনির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তাজানান, বোর্ডের সঙ্গে প্রতারণার দায়ে শ্রীনিএবং আইপিএল সিইও সুন্দর রামন দুজনকে এখনইবহিষ্কার করা উচিৎ।এদিকে শ্রীনিকে বহিষ্কারের দাবি জানিয়েবোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরবলেন, ‘এখন বোর্ডের সব ক্ষমতা জগমোহনডালমিয়ার হাতে। বোর্ডের সংবিধানের আর্টিকেল৩৮ অনুযায়ী তিনি যদি কোনো অভিযুক্ত ব্যক্তিকে(শ্রীনি/রামন) বহিষ্কার করতে চান, সেটাওয়ার্কিং কমিটির অনুমোদন ছাড়াই করতে পারেন।’