খেলাধুলা

এখন ম্যাচ বাঁচানোর লক্ষ্য বাংলাদেশের

খুলনা টেস্টের তৃতীয় দিন শেষে জয়-পরাজয় নিয়ে আর ভাবছে না বাংলাদেশ। স্বাগতিকদের এখন 

মূল লক্ষ্য, চতুর্থ দিনের সকালে পাকিস্তানকে যত দ্রুত সম্ভব অলআউট করে ম্যাচ বাঁচানোর চেষ্টা 
করা।
বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ 
উইকেটে ৫৩৭ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে ২০৫ রানে এগিয়ে রয়েছে তারা।  দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসে শুভাগত হোম চৌধুরী 
জানান, জয়-পরাজয় নিয়ে এখন ভাবছেন না তারা। চতুর্থ দিন প্রতিপক্ষকে যত দ্রুত সম্ভব অলআউট 
করাই এখন তাদের লক্ষ্য।“যতটা পারা যায়, পাকিস্তানকে কম রানে আটকানোর চেষ্টা করব।”প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হওয়া বাংলাদেশকে ম্যাচ বাঁচাতে পাঁচ সেশন ব্যাট করতে হতে 
পারে। অফস্পিন অলরাউন্ডার শুভাগত মনে করেন, দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করা গেলে ম্যাচ 
বাঁচানো সম্ভব হবে।“অবশ্যই (ম্যাচ বাঁচানো) সম্ভব। আমাদের ব্যাটিংটা ভালো। যদি ভালো ব্যাটিং করতে পারি, অবশ্যই 
সম্ভব।”টানা দুই দিন বোলিংয়ে সাফল্য পাননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে 
এই বাঁহাতি স্পিনারের চেষ্টায় কোনো ত্রুটি দেখেননি শুভাগত। চতুর্থ দিনের খেলা শেষে ১২২ রানে 
উইকেটশূন্য রয়েছেন সাকিব।