খেলাধুলা

প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলবেন মুশফিক

২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। গলে সিরিজের প্রথম টেস্টেই ইতিহাসের পাতায় নাম লেখান বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২০১৩ সালের ১১ মার্চ প্রথম টাইগার ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দ্বিশতক হাঁকান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

যে ব্যাট দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন মুশফিক, জনগণের উপকার করতে সেই ব্যাট নিলামে তুলতে চলেছেন এই টাইগার ক্রিকেটার। মুশফিক ছাড়া আরও কয়েকজন টাইগার ক্রিকেটার নিলামে তুলতে চলেছেন তাদের ক্রিকেট সামগ্রী। এমন তথ্য জানিয়েছেন, মুশফিকের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিবকো।

বাংলাদেশের করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। সময়ের সাথে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। মৃত্যুর মিছিলও হচ্ছে দীর্ঘ। এমন অবস্থায় করোনা প্রতিরোধে মানুষের বাইরে বেরুনোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে মধ্যম আয়ের দেশ বাংলাদেশের অনেক মানুষের রুটি-রোজগারে ঘটেছে বিঘ্ন। অনেকে হয়ে পড়েছেন কর্মহীন। এসব মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ইতিমধ্যে তারা ব্যক্তিগত উদ্যোগে, বিসিবির মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সম্প্রতি সাকিব সাহায্যের ক্ষেত্রটা বড় করতে দুদিন আগে এক পরামর্শে জানান, দুস্থ মানুষদের সাহায্যে ক্রিকেটাররা তাদের ব্যাট, জার্সি, ক্রিকেট সামগ্রী নিলামে তুলতে পারে।

আর এরপরেই মুশফিকের ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত। দুস্থ-অসহায় মানুষদের সাহায্যে করতে ব্যাট নিলামে তোলার বিষয়টি চূড়ান্ত করেছেন মুশফিক। নিজে কিছু সরাসরি না বললেও নিবকোর এক কর্মকর্তা বিষয়টি জানান।
 
তিনি বলেন,‘মুশফিকের ব্যাট নিলামে ওঠার সম্ভাবনা খুব বেশি। আমরা সেই চেষ্টা করছি। তবে এটা এখনও প্রাথমিক পর্যায়ে। শুধু মুশফিকই নন, আরও কয়েকজন ক্রিকেটার আছেন এখানে। তাদের সাথে আমাদের কথাবার্তা চূড়ান্ত। ই-কমার্স যারা করে, তাদের সাথে যুক্ত হয়ে আমরা এটা করতে চাচ্ছি।’

বাংলাদেশে এমন চিত্র এর আগে দেখা যায়নি। ফলে কোম্পানিটিও ব্যাটের ভিত্তিমূল্য ধার্য করবে নাকি ওপেন রাখবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত। তবে ব্যাটটি যেহেতু ইতিহাসের অংশ, তাই এর গাম্ভীর্য ধরে রাখতে একটা প্রত্যাশিত মূল্য নির্ধারণ করা হতেও পার।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ভালো একটা সুযোগ পেলেই এই কার্যক্রম শুরু করব। মুশফিকের ব্যাটটির মূল্য প্রত্যাশিত না হলে ব্যাটটির গাম্ভীর্য থাকে না। এ কারণেই আমরা ভাবছি ওপেন প্রাইস থাকবে নাকি একটা প্রত্যাশিত মূল্য নির্ধারণ করে শুরু করবো। আমরা এখন এটা নিয়ে কাজ করছি। তবে আমরা যে নিলাম করতে যাচ্ছি, সেটা ফাইনাল।’

করোনা মোকাবিলায় কিছুদিন আগে নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তোলেন ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের জার্সিটি ৬৫ হাজার পাউন্ডে বিক্রি হয়। বাংলাদেশি অর্থমূল্যে যা ৬৮ লাখ টাকার সমান।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস