খেলাধুলা

টি-টোয়েন্টি একাদশে বাংলাদেশের সাকিব

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে সব খেলায় কার্যত ফুলস্টপ পড়ে গেছে। লকডাউনে অলস সময় কাটাচ্ছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।

অবশ্য ক্রিকেটেই যাদের উঠা-বসা তাঁরা ক্রিকেট ছাড়া থাকেন পারেন না! ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার কথাই ধরুণ, খেলা ছাড়ার পর ধারাভাষ্য দিচ্ছেন।  ধারাভাষ্য, টিভিতে বিভিন্ন অনুষ্ঠান করার পাশাপাশি ইউটিউবে নিজের চ্যানেলও খুলেছেন। ‘আকাশ বানী’ নামের সেই চ্যানেলে প্রায়ই ভিন্ন আমেজের অনুষ্ঠান নিয়ে হাজির হন আকাশ চোপড়া। এবার তেমনই একটি পর্ব সাজিয়েছেন তিনি।

নিজের পছন্দের টি-টোয়েন্টি একাদশ সাজিয়েছেন। কিন্তু তাঁর এক ভক্ত এক শর্ত জুড়ে দিয়েছিলেন। শর্তটি ছিল, এক দেশ থেকে একজন করে খেলোয়াড় বাছাই করতে হবে। ভক্তের শর্ত অনুযায়ী দলও সাজিয়েছেন আকাশ চোপড়া। বাংলাদেশ থেকে তিনি বেছে নিয়েছেন সাকিব আল হাসানকে। তবে সবাইকে অবাক করে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেই বাদ দিয়েছেন। কোন খেলোয়াড়কে কেন দলে নিয়েছেন সেসব নিয়ে আলোচনা করেননি।

তবে ছয় নম্বরে সাকিবকে নেওয়ার পর বলেছেন,‘আপনি সব সময়ই চাইবেন আপনার পাঁচ-ছয় জন বোলার থাকুক টি-টোয়েন্টিতে। পাশাপাশি সাত নম্বর পর্যন্ত যেন ব্যাটসম্যান থাকে। সেই হিসেবে পাঁচে এ বি ডি ভিলিয়ার্সের পর প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে সাকিবকে নেওয়া। আমার কাছে এখন পর্যন্ত দলটা ভালোই লেগেছে।’

ভারতের প্রাক্তন ওপেনারের পছন্দের টি-টোয়েন্টি দলের অনান্য ক্রিকেটাররা হলেন,  ডেভিড ওয়ার্নার, জস বাটলার, কলিন মুনরো, বাবর আজম, এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, রশিদ খান, স্বন্দীপ লামিচানে, জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। তাঁর দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট মালিঙ্গাকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস