খেলাধুলা

জিতলো ব্রাজিল, জার্মানির লজ্জাজনক হার

কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচে হুন্ডুরাসের বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের পথে এগিয়ে গেলো ব্রাজিল। হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েছে দুঙ্গার দল। তবে, আরেক অঘটনের ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরে গেছে বর্তমান বিশ্বচ্যাস্পিয়ন জার্মানি।

ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রের মাঠ। নেইমার অধিনায়ক হলেও শুরুতে ছিলেন বিশ্রামে। তবে ঘরের মাঠ বলে আত্মবিশ্বাসে অনেকটা এগিয়ে থেকেই হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগ সামলাতে ব্যস্ত ব্রাজিল প্রথম গোলের দেখা পায় ৩৩ মিনিটে। ফিলিপ লুইসের অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন রবার্তো ফারমিনো। ব্রাজিলের হয়ে ৬ ম্যাচে এটা ফারমিনোর তৃতীয় গোল।

বিরতি থেকে ফিরে বেশ কয়েকবার আক্রমণে গিয়েও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। সাইডবেঞ্চে বসা নেইমারকে ৪৬ মিনিটে নামিয়েও খুব একটা লাভ হয়নি। ফলে, ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ে দুঙ্গার শিষ্যরা।

এদিকে, আরেক প্রীতিম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। যেখানে ম্যাচের ১২ মিনিটেই মারিও গোদজের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেটি অবশ্য ৪১ মিনিটেই পরিশোধ করেন মার্কিন মিডফিল্ডার মিক্স ডিসকেরুড।

এরপর অবশ্য আর কোন গোলের দেখা পায়নি জোয়াকিম লোর শিষ্যরা। উল্টো ম্যাচের ৮৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে যেতে হয় জার্মানদের। যুক্তরাষ্ট্রের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয়সূচক গোলটি করেন ববি উড। আর এতেই থেমে যায় স্বাগতিক সমর্থকদের গর্জন। এরপর আর কোন গোল না হওয়ায় হার নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।