দেশের মাটিতে ১০০টি টেস্ট উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে এই কীর্তি গড়লেন তিনি।
শুক্রবার ফতুল্লায় ভারতের ওপেনার শিখর ধাওয়ানকে ফিরিয়ে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।
সাকিবের টেস্ট অভিষেক দেশের মাটিতেই, ২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে। তবে প্রথম ৩ টেস্টে উইকেটের দেখা পাননি। ২০০৮ সালে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের ওপেনার ক্রেইগ কামিংকে আউট করে পেয়েছিলেন প্রথম উইকেটের দেখা।
দেশের মাটিতে প্রথম টেস্ট উইকেট ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে, আর্ম ডেলিভারিতে বোল্ড করেছিলেন এবি ডি ভিলিয়ার্সকে। সেই সাকিব দেশের মাটিতে ২৮তম টেস্টে করে ফেললেন উইকেটের সেঞ্চুরি।
উইকেটটি ছিল সব মিলিয়ে সাকিবের ১৪৩তম টেস্ট উইকেটে। বাংলাদেশের হয়ে একশ’ টেস্ট উইকেট আছেই আর কেবল মোহাম্মদ রফিকের (১০০)। দেশের বাইরেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট সাকিবের, ১২ টেস্টে ৪৩টি।
দেশের বাইরে ১৫ টেস্টে ৩৪ উইকেট রফিকের, ১৬ টেস্টে ২৮ উইকেট শাহাদাত হোসেনের।
sakib al hasan
শুক্রবার ফতুল্লায় ভারতের ওপেনার শিখর ধাওয়ানকে ফিরিয়ে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।
সাকিবের টেস্ট অভিষেক দেশের মাটিতেই, ২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামে। তবে প্রথম ৩ টেস্টে উইকেটের দেখা পাননি। ২০০৮ সালে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের ওপেনার ক্রেইগ কামিংকে আউট করে পেয়েছিলেন প্রথম উইকেটের দেখা।
দেশের মাটিতে প্রথম টেস্ট উইকেট ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে, আর্ম ডেলিভারিতে বোল্ড করেছিলেন এবি ডি ভিলিয়ার্সকে। সেই সাকিব দেশের মাটিতে ২৮তম টেস্টে করে ফেললেন উইকেটের সেঞ্চুরি।
উইকেটটি ছিল সব মিলিয়ে সাকিবের ১৪৩তম টেস্ট উইকেটে। বাংলাদেশের হয়ে একশ’ টেস্ট উইকেট আছেই আর কেবল মোহাম্মদ রফিকের (১০০)। দেশের বাইরেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট সাকিবের, ১২ টেস্টে ৪৩টি।
দেশের বাইরে ১৫ টেস্টে ৩৪ উইকেট রফিকের, ১৬ টেস্টে ২৮ উইকেট শাহাদাত হোসেনের।
sakib al hasan