খেলাধুলা

করোনায় দুটি বিশ্বকাপ স্থগিত


করোনা ভাইরাসের দাপট থামার কোনো লক্ষণ নেই। তাই আগামী বছরে হতে চলা দুটি বিশ্বকাপ স্থগিত করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। ২০২১ সালে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বসার কথা ছিল। ফিফা জানিয়েছে, ২০২৩ সালের আগে আয়োজন করা সম্ভব নয় টুর্নামেন্ট দুটি।

সংস্থাটি বলছে, ‘কোভিড-১৯ মহামারিতে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আয়োজনের চ্যালেঞ্জ অব্যাহত আছে। বিভিন্ন দেশে এখনও আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে। দুটি টুর্নামেন্ট আয়োজন করার মতো পরিস্থিতি এখনও হয়ে উঠেনি।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ এই সংস্থা আরো জানায়, ২০২১ সালের টুর্নামেন্ট স্থগিত হলেও সেগুলো বসবে ২০২৩ সালের দিকে। আয়োজক ঠিকই থাকছে। সেই লক্ষ্যে আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা করছে ফিফা।

মরণঘাতী করোনার প্রভাবে স্থগিত হয়েছে ২০২০ সালের ইউরো ও কোপা আমেরিকা। ২০২১ সালের জুন পর্যন্ত স্থগিত রয়েছে টুর্নামেন্ট দুটি। চলতি বছরের আফ্রিকান নেশন্স কাপও মাঠে গড়ায়নি। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটি।   এলএবাংলাটাইমস/এলআরটি/বি