খেলাধুলা

শ্রীনির বিচার হবেই: মুস্তফা কামাল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা

কামাল বলেছেন, মেলবোর্ন কোয়ার্টার ফাইনালও আমাদের জেতার কথা ছিল। বিশ্বকাপে যে কটা

বাংলাদেশ টিম আজ পর্যন্ত গিয়েছে, তার মধ্যে ওটাই সেরা ছিল। আমি মনে করি, অন্যায়-অবিচার

না হলে আমরা আরও ভাল করতে পারতাম।
 
মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
 
মেলবোর্নে বিশ্বকাপে বাংলাদেশের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপে মেলবোর্ন থেকে ফিরে এসে

আমি আইসিসি থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু পদত্যাগের সময় আমার কিছু অবজারভেশন ছিল।

ক্রিকেট টিম, দেশের বোর্ডের কাছে কিছু বক্তব্য ছিল। আমি যা কিছু আবেদন করার, টিমের কাছে

করেছিলাম। বলেছিলাম যা আমি পারিনি, তোমাদের করে দেখাতে হবে। ওরা আমার চোখের জল সে

দিন দেখেছিল। সেটা ওরা সারা জীবন মনে রাখবে।
 
আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনের সমালোচনা করে মুস্তফা কামাল বলেন, ওর জায়গায়

আমি থাকলে হয়তো এত দিনে আত্মহত্যা করতাম! বিশ্বকাপ ট্রফি দিতে গেল, লোকে এমন বিদ্রুপ

করল যে ট্রফি ফেলে পালিয়ে গেল। তার পরেও এখনও আছে। গায়ের জোরে আইসিসি মিটিংয়ে চলে

যাচ্ছে। যাবেও। ন্যায়-অন্যায় বোধ তো ওর নেই। থাকলে কোয়ার্টার ফাইনালের পর আমাকে বলত

না, বক্তব্য তুলে নিতে। ক্ষমা চাইতে। যেখানে ওর চেয়ারম্যানশিপ আমিই এনডোর্স করেছিলাম। তবে

যা-ই করুক, ওর বিচার হবেই।