একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট! আর এই বিস্ময়কাণ্ডের নায়ক সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটের ১৩৭ বছরের ইতিহাসে এমন অর্জন আছে মাত্র দুজনের। সেই দুজনও এমন, ক্রিকেট ইতিহাস যাদের নামে শ্রদ্ধাবনত হয়ে ওঠে। একজন ইয়ান বোথাম, অন্যজন ইমরান খান।
শুক্রবারের পারফরমেন্সের পর এ মুহূর্তে টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব। টেস্টে সহস্রাধিক রানের মাইলফলক স্পর্শ করা অলরাউন্ডার হিসেবেই তার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠা!
শুক্রবারের পারফরমেন্সের পর এ মুহূর্তে টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব। টেস্টে সহস্রাধিক রানের মাইলফলক স্পর্শ করা অলরাউন্ডার হিসেবেই তার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠা!