খেলাধুলা

আইপিএলের নিলামে পাঁচ টাইগারের নাম!

সদ্য সমাপ্ত ভারত সিরিজের পরই উঠে আসতে থাকে বাংলাদেশী ক্রিকেটারদের আইপিএলে খেলার কথা। এখনো পর্যন্ত আইপিএলে বাংলাদেশের মুখ বলতে কেবল ছিলেন সাকিব আল হাসান।  তবে আগামী বছরের আইপিএলে সাকিব ছাড়াও একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে। এমনই একটি খবর দিয়েছে ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট একটি অনলাইন পোর্টাল। 

ক্রিকট্রেকার নামে ওই পোর্টালে বলা হয়েছে, আইপিএলের নিলামে আগামীবার দেখা যেতে পারে বাংলাদেশের মুশফিকুর রহিম, তামিম ইকবাল, রুবেল হোসেন, সৌম্য সরকার আর মুস্তাফিজুর রহমানকে।  আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিলাম অনুষ্ঠিত হবে আইপিএলের।  এরপর ৮ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল।  ভারতীয় ওই ওয়েব পোর্টালের খবর অনুযায়ী এরই মধ্যে নাকি বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের এই পাঁচ ক্রিকেটারকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে।  এখন আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এই পাঁচ ক্রিকেটারের নাম চাইতে পারে বলে ওই খবরে বলা হয়েছে।  বিশ্বকাপে ওই পাঁচ বাংলাদেশির ফর্ম এবং তারপর ঘরের মাঠে পাকিস্তান আর ভারত সিরিজে তাদের ধারাবাহিকতায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা আগ্রহ দেখাচ্ছে।