খেলাধুলা

ভারতকে সাহায্য করতে শোয়েব আখতারের আবেদন

ভারতের পাশে থাকার বার্তা দিলেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। প্রতিবেশীর পাশে দাঁড়াতে দেশের জনগণ ও সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতের বেহাল অবস্থা। এ অবস্থা দেখে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব আখতার। সেখানে তিনি তার ভক্তদের ভারতের জন্য চাঁদা তোলার আবেদন জানিয়েছেন, যাতে বেশি করে অক্সিজেন সিলিন্ডার পাঠানো যেতে পারে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বার্তা, বর্তমান এ দুরবস্থা যেকোনো সরকারে পক্ষেই মোকাবেলা করা অসম্ভব। আমি পকিস্তান সরকার ও ভক্তদের ভারতকে সাহায্যের আবেদন করছি। অনুরোধ করছি, সবাই অনুদান দিয়ে তহবিল গড়ে তুলুন। ভারতকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানো হোক।

আখতার আরো বলেন, ‘ভারত সত্যিই কোভিডের বিরুদ্ধে সংগ্রাম করছে। অন্য দেশের সাহায্য প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা মহামারী, আমরা সবাই আছি এর মধ্যে। আমাদের একে অন্যের সহায়ক হয়ে উঠতে হবে।’

ইতোমধ্যেই ভারতের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই ধরনের বার্তা সম্বলিত টুইট করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।   এলএবাংলাটাইমস/এলআরটি/এস