খেলাধুলা

স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ২১ স্বর্ণ

আমেরিকার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয় অব্যাহত রেখেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। গতকাল আরো তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। গেমসে অ্যাথলেটিক্সের মহিলাদের লং জাম্পে তিনটি পদকই জয় করেন লাল-সবুজ অ্যাথলেটরা। স্বর্ণালী আক্তার সুইটি স্বর্ণ, চৈতী আক্তার রুপা ও কানিজ ফাতেমা ব্রোঞ্জপদক জেতেন। ব্যাডমিন্টনের দ্বৈতে বাংলাদেশের মোহাম্মদ আবদুল কাদের স্মরণ ও রেজওয়ানুল হক স্বর্ণপদক জেতেন। এছাড়া একুয়াটিক সুইমিংয়ের ২৫ মিটার ফ্রিস্টাইলে মাহমুদা আক্তার ব্রোঞ্জ পদক জয় করেন। এই গেমসে আলো ছড়িয়েছেন বাংলাদেশের সাটলার স্মরণ। ব্যাডমিন্টনে সিঙ্গেল ও ডাবলস ইভেন্টে তিনি মোট ৭টি স্বর্ণপদক জয় করেছেন। যার মধ্যে সিঙ্গেলসে ৪টি এবং ডাবলসে ৩টি। স্মরণের পার্টনার ছিলেন রেজওয়ানুল হক। সিঙ্গেলস ও ডাবলস মিলিয়ে তিনি জেতেন পাঁচ স্বর্ণ। লাল-সবুজদের হয়ে পাঁচ স্বর্ণপদক জেতেন সুলতানা জাকিয়াও। বচ্চি ইভেন্টের সিঙ্গেলস ও ডাবলস মিলিয়ে তিনি জয় করেন পদকগুলো। আর টেবিল টেনিসের সিঙ্গেলসে দেশকে চার স্বর্ণ উপহার দেন উর্মি সাদিয়া। এখন পর্যন্ত বাংলাদেশের ঝুলিতে জমা পড়েছে ২১টি স্বর্ণ, ৭ রৌপ্য ও ৭টি ব্রোঞ্জপদক।