লস এঞ্জেলেসে শেষ হয়েছে স্পেশাল অলিম্পিকের এবারের আসর। সারা বিশ্বের ১৬০ দেশের ৬৫০০ জন আথলেট এবারের স্পেশাল সামার অলিম্পিকে। পাখির মত তারা আনন্দময় করে রেখেছিল লস এঞ্জেলেস কে। হাসি, কান্না, ঘাম - পরিশ্রম , বিজয়ের আনন্দ , না পাওয়ার আফসোস , সব কিছু মিলিয়ে শেষ হল এবারের আসর।
গতবারের মতো এবারও স্পেশাল অলিম্পিকে সাফল্য নিয়ে ফিরছে বাংলাদেশ দল। সাফল্যের ধারাবাহিকতায় এবারের আসরে সর্বমোট ৫৪ টি মেডেল জিতেছে বাংলাদেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ১৮টি সোনা, ২২টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ।
২৫ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছেলি স্পেশাল অলিম্পিক ২০১৫। ১৭৭টি দেশের অংশগ্রহনে গত ২ আগস্ট শেষ হয় এ ইভেন্ট।
এবারের স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ অংশ নিয়েছে ৬ টি ডিসিপ্লিনে। এর মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বোচি, ফুটবল, সুইমিং ও টেবিল টেনিস।
বাংলাদেশের প্রতিনিধিদের পারফর্মেন্স সবচেয়ে ভাল হয়েছে অ্যাথলেটিক্সে। ৬টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৭টি মেডেল অ্যাথলেটিক্স থেকে অর্জন করেছে বাংলাদেশ। অ্যাথলেটিক্সের পর বাংলাদেশ সর্বোচ্চ ৬টি সোনা জিতেছে ব্যাডমিন্টনে।
উল্লেখ্য, লস এঞ্জেলেসে বসবাস রত বাংলাদেশী আমেরিকানরা খুব সহযোগিতা করেছেন স্পেশাল অলিম্পিক দলকে । তারা সার্বক্ষণিক খজ খবর রেখেছেন। অনেকে বিভিন্ন অনুষ্ঠানে তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ করেছেন । অনেকে তাদের জন্য খাবার ও গিফট সামগ্রী উপহার হিসেবে দিয়েছেন। এলএ বাংলাটাইমসের সত্ত্বাধিকারী আব্দুস সামাদ তাদের নিয়ে GOOD BYE TIGERS কেক কেটেছেন। তাদের আনন্দ ও উৎসাহ দিয়েছেন।
সফল সফর শেষে আগামী ৫ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল।
গতবারের মতো এবারও স্পেশাল অলিম্পিকে সাফল্য নিয়ে ফিরছে বাংলাদেশ দল। সাফল্যের ধারাবাহিকতায় এবারের আসরে সর্বমোট ৫৪ টি মেডেল জিতেছে বাংলাদেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ১৮টি সোনা, ২২টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ।
২৫ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছেলি স্পেশাল অলিম্পিক ২০১৫। ১৭৭টি দেশের অংশগ্রহনে গত ২ আগস্ট শেষ হয় এ ইভেন্ট।
এবারের স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ অংশ নিয়েছে ৬ টি ডিসিপ্লিনে। এর মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বোচি, ফুটবল, সুইমিং ও টেবিল টেনিস।
বাংলাদেশের প্রতিনিধিদের পারফর্মেন্স সবচেয়ে ভাল হয়েছে অ্যাথলেটিক্সে। ৬টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৭টি মেডেল অ্যাথলেটিক্স থেকে অর্জন করেছে বাংলাদেশ। অ্যাথলেটিক্সের পর বাংলাদেশ সর্বোচ্চ ৬টি সোনা জিতেছে ব্যাডমিন্টনে।
উল্লেখ্য, লস এঞ্জেলেসে বসবাস রত বাংলাদেশী আমেরিকানরা খুব সহযোগিতা করেছেন স্পেশাল অলিম্পিক দলকে । তারা সার্বক্ষণিক খজ খবর রেখেছেন। অনেকে বিভিন্ন অনুষ্ঠানে তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ করেছেন । অনেকে তাদের জন্য খাবার ও গিফট সামগ্রী উপহার হিসেবে দিয়েছেন। এলএ বাংলাটাইমসের সত্ত্বাধিকারী আব্দুস সামাদ তাদের নিয়ে GOOD BYE TIGERS কেক কেটেছেন। তাদের আনন্দ ও উৎসাহ দিয়েছেন।
সফল সফর শেষে আগামী ৫ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল।