লস এঞ্জেলেসে নর্থ হলিউড বাঙালি কমিউনিটির উদ্যোগে গত বৃহস্পতিবার (অগাস্ট ৫) উডলি ক্রিকেট গ্রাউন্ডে সামার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করে NoHo Cricket Club।
ম্যাচে NoHo Cricket Club-এর সকল মেম্বারদের দুই টিমে ভাগ করা হয়। নাম করণ করা হয় Noho লাল দল ও NoHo ব্লু দল।
নতুন ও ইয়াংদেরকে উৎসাহ দেওয়ার জন্য দুই team এর ক্যাপ্টেন করা হয় জুনিয়র থেকে। লাল দলের ক্যাপ্টেন ছিলেন শেফায়েত উল্লা (সাফা ) ও ব্লু দলের ক্যাপ্টেন ছিলেন শাহরিয়া রুমেল।
৩৫ ওভারের ম্যাচে ব্লু দল টস এ জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তারা ওভার শেষে ৭ উইকেট এর বিনিময়ে ২২৪ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হাবিবুর রহমান ইমরান (৯৮)। জবাবে লাল দল ৩৩.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায়। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ রানে ব্লু দল জয়লাভ করে।
ম্যাচ এবং অনুষ্ঠানে লস এঞ্জেলেস প্রবাসী কমিউনিটির গণ্য মান্য ব্যক্তিবর্গ পরিবারসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান এবং খেলায় সর্বাত্মক সহযোগিতায় ছিলেন: Noho Cricket Club প্রেসিডেন্ট আশরাফুল হাসান, Team ক্যাপ্টেন সালাউদ্দিন শাওন, ভাইস ক্যাপ্টেন হাবিবুর রহমান (হাবিব), হাবিবুর রহমান (ইমরান) ও আজমল। অনলাইন স্কোরিং-এর সহযোগিতা করেন শাওন ফারুক। ইভেন্ট অর্গানাইজার ও ব্যবস্থাপনায় ছিলেন NoHo Cricket Club এর team ম্যানেজার ইমাম হোসাইন।
অনুষ্ঠানে প্লেয়ার ও অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা ছিলো। এলএবাংলাটাইমস/এলআরটি/এস
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
ম্যাচে NoHo Cricket Club-এর সকল মেম্বারদের দুই টিমে ভাগ করা হয়। নাম করণ করা হয় Noho লাল দল ও NoHo ব্লু দল।
নতুন ও ইয়াংদেরকে উৎসাহ দেওয়ার জন্য দুই team এর ক্যাপ্টেন করা হয় জুনিয়র থেকে। লাল দলের ক্যাপ্টেন ছিলেন শেফায়েত উল্লা (সাফা ) ও ব্লু দলের ক্যাপ্টেন ছিলেন শাহরিয়া রুমেল।
৩৫ ওভারের ম্যাচে ব্লু দল টস এ জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তারা ওভার শেষে ৭ উইকেট এর বিনিময়ে ২২৪ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হাবিবুর রহমান ইমরান (৯৮)। জবাবে লাল দল ৩৩.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয়ে যায়। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ রানে ব্লু দল জয়লাভ করে।
ম্যাচ এবং অনুষ্ঠানে লস এঞ্জেলেস প্রবাসী কমিউনিটির গণ্য মান্য ব্যক্তিবর্গ পরিবারসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান এবং খেলায় সর্বাত্মক সহযোগিতায় ছিলেন: Noho Cricket Club প্রেসিডেন্ট আশরাফুল হাসান, Team ক্যাপ্টেন সালাউদ্দিন শাওন, ভাইস ক্যাপ্টেন হাবিবুর রহমান (হাবিব), হাবিবুর রহমান (ইমরান) ও আজমল। অনলাইন স্কোরিং-এর সহযোগিতা করেন শাওন ফারুক। ইভেন্ট অর্গানাইজার ও ব্যবস্থাপনায় ছিলেন NoHo Cricket Club এর team ম্যানেজার ইমাম হোসাইন।
অনুষ্ঠানে প্লেয়ার ও অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা ছিলো। এলএবাংলাটাইমস/এলআরটি/এস
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]