খেলাধুলা

অতীতের মতই চলবে আফগানদের ক্রিকেট: তালেবান

তালেবানরা আফগানিস্তান দখলে নেয়ায়, সে দেশের ক্রিকেট নিয়ে চিন্তায় পড়েছে খেলোয়াড়রা। আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ ও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের খেলা নিয়ে শঙ্কায় ছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। অবশেষে রশিদ-নবিদের জন্য সুখবর দিলেন তালেবানদের মুখপাত্র সুহাইল শাহীন।

তিনি জানান, আফগান ক্রিকেটের ধ্বংস নয়, উন্নতি করতে চান তারা। অতীতের মতই চলবে আফগানদের ক্রিকেট। আরো উন্নতির চেষ্টা করা হবে।

পুরো আফগানিস্তানের সাথে-সাথে, ক্রিকেট স্টেডিয়ামও দখলে নিয়েছে তালেবানরা। তবে ক্রিকেটের উপর কোনো প্রকার অত্যাচার করতে চায় না তালেবানরা। যে গতিতে এগোচ্ছিলো আফগানদের ক্রিকেট, সেটিই ধরে রাখার ইঙ্গিত দিলেন শাহীন।

তাই আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল নিজেদের প্রস্তুতি সাড়তে পারবে। আইপিএলেও ক্রিকেটাররা খেলতে পারবে। এতে কোনো বাঁধা দিবে না তালেবানরা।

উর্দু নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র শাহীন বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট দলের খেলা অতীতের মতই চলবে। অতীতের মতো এখনও আমরা ক্রিকেটের উন্নতি চেষ্টায় কাজ করবো। আমরা ক্ষমতায় থাকার সময়ই আফগানিস্তানকে ক্রিকেটের সাথে পরিচয় করিয়েছি। ক্রিকেটাররা আমাদেরই থাকবে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।’

আফগানিস্তান ক্রিকেটের সব খোঁজ-খবর রাখেন শাহীন। জাতীয় দলের খেলা দেখতে মাঠেও গিয়েছিলেন তিনি। শাহীন বলেন, ‘তালেবান সরকার ক্ষমতায় থাকাকালে মোল্লা আব্দুস সালাম জায়ীফকে সাথে নিয়ে পাকিস্তানেরবিপক্ষে খেলা দেখতে স্টেডিয়াকম গিয়েছিলাম। আমাদের খেলোয়াড়দের লড়াই দেখে বেশ খুশী হয়েছিলাম। লড়াইয়ের ফলে পাকিস্তানের সাথে অল্প ব্যবধানে হার ছিলো আমাদের।’   এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]