খেলাধুলা

‘সাকিব দা এসে গেছেন’

আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের বাকি অংশ। বাংলাদেশের দুই ক্রিকেটার কয়েক দিন আগেই চলে গেছেন দুবাইয়ে। সাকিব আল হাসান খেলবেন কলকাতার হয়ে, মোস্তাফিজুর রহমান রাজস্থানের হয়ে।

আরব আমিরাতে পা দিয়েই কোয়ারেন্টিনে ছিলেন সাকিব। শনিবার শেষ হয় কোয়ারেন্টিন পর্ব। এরপরই তিনি যোগ দেন দলের সাথে ট্রেনিংয়ে। মাঠে নামার সাথে সাথে কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুকে সাকিবের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘সাকিব দা এসে গেছেন।’

গত রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব। দুবাইয়ে পা রাখতেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হয় তাকে। সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাকে পাঁচ দিন। তা শেষ হয়েছে শনিবার। রাতে চলে যান দলের অনুশীলনে।
আইপিএলের চলতি আসরে সময়টা অবশ্য ভালো কাটেনি সাকিবের। সুযোগ পেয়েছেন মোটে তিন ম্যাচে, উইকেট নিয়েছেন দুটি, আর রান করেছেন মোটে ৩৮।

চেন্নাই ও মুম্বাইর মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হবে আইপিএলের বাকি অংশ। আগামীকাল মাঠে নামবে সাকিবের কলকাতা। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর একদিন পর মঙ্গলবার মাঠে নামবে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। এদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]