খেলাধুলা

ক্রিকেট অনুশীলনে অপমানিত জাতীয় খেলোয়াড় সোহাগ ও এনামুল

জাতীয় দলের বাইরে থাকা সোহাগ গাজীর জায়গা হয়নি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট কিংবা ‘প্লেয়ার্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট ‘পনি’তেও। তারপরেও নিজেকে তৈরি রাখতে কোচ সারওয়ার ইমরানকে অনুরোধ করে বোলিং করছিলেন পনি’র নেটে। কিন্তু বিদেশি কোচদের নির্দেশে সেখান থেকে এক প্রকার বের করেই দেওয়া হয় সোহাগ গাজী ও আরেক স্পিনার এনামুল হক জুনিয়র কে।
লজ্জিত, অপমানিত হয়ে তারা একাডেমি মাঠ ছেড়েছেন কান্নাভেজা চোখে। হতভম্ব এনামুল সোহাগকে বলেন, ‘এটা কী হলো! জাতীয় দলে এত দিন খেললাম, তার এই পুরস্কার!' এ ঘটনার পর সোহাগ বলেন, ‘এটা বুঝি যে,ওই প্রোগ্রামের ক্রিকেটারদেরই প্রাধান্য দেওয়া হবে। আর বিদেশি কোচ না হলে আমাদের সঙ্গে এমনটা করা হতো না। কিন্তু তবু যখন মনে হয়,আমাদের হাত থেকে বলটা কেড়ে নেওয়া হয়, তখন কষ্ট লাগে খুব।'
হতাশ সোহাগ আরো বলেন, 'একটা প্লাটফর্ম না পেলে কিভাবে কী করব! একটা প্রোগ্রামের মধ্যে না থাকলে নিজেকে তৈরি করা কঠিন খুব। আমি কিংবা এনাম ভাই, রাজ ভাইদের মতো অনেকেই আছেন, যাঁদের হয়তো পনির মতো প্রোগ্রামে রাখলে আমরা উপকৃত হতাম।’