খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক বাংলাদেশ - ক্রিকেট নয় ফুটবল খেলায়

বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফায়িং রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক খেলাই খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলছেন, অস্ট্রেলিয়ার দল বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। তবে তারা প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসাবেই ভাবছেন। সুতরাং বাংলাদেশ ভালো খেলার ইচ্ছা নিয়েই মাঠে নামবে এবং চেষ্টার কোন ক্রুটি থাকবে না।



তিনি বলছেন, বাংলাদেশ রক্ষণাত্মক খেলা খেলবে না, কারণ তাহলে দলটি ভুরি ভুরি গোল খেতে পারে। তাই বাংলাদেশ আক্রমণাত্মক খেলাই খেলবে এবং কৌশল হবে চার-পাঁচ-এক পদ্ধতিতে খেলবে। তবে একটি প্রধান লক্ষ্য থাকবে গোল ঠেকানো।
বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় পার্থে খেলাটি শুরু হবার কথা রয়েছে।
এর আগে চার বার বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া। এশিয়ার ৩৪টি ফুটবল খেলুড়ে দেশের মধ্যে এক নম্বর অবস্থানে আছে অস্ট্রেলিয়া। আর র্যাংকিংয়ের একেবারে তলানিতে, ৩৪ নম্বরে রয়েছে বাংলাদেশ।
ফলে, অভিজ্ঞতা ও যোগ্যতার বিচারে বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মেজাজে থাকতে পারবে না সেই নিয়ে কারোরই কোনো সন্দেহ নেই।
বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলছেন, আমাদের প্রতিবেশী দেশগুলো কিন্তু বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পায়নি। ফলে এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের চেষ্টার কোন ক্রুটি থাকবে না।
অস্ট্রেলিয়ায় আসার আগে মালয়েশিয়ায় বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলেছে যেখানে তারা ড্র করেছে।
অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে তিনদিন ধরে পার্থে অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ দলের সদস্যরা।