নিজের প্রিয় জায়গাটা এই আসন্ন মৌসুমে ফিরে পেতে চান ওয়েন রুনি। ১০ নম্বর এই খেলোয়াড় মাঝমাঠে আর খেলতে চান না। যেমনটা তাকে খেলানো হয়েছে গেলো মৌসুমে। বরং একমাত্র স্ট্রাইকারের জায়গাটিতে খেলতে চান। আর মৌসুমে অন্তত ২০টি গোল চান। রুনি নিজে বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ কোচ লুই ফন হাল আগামী মৌসুমে তাকে একমাত্র স্ট্রাইকারের ভূমিকায় খেলানোর পরিকল্পনাই করছেন।
ম্যানচেস্টার এই মৌসুমে সই করিয়েছে ম্যাতেও দারমিয়ান, বাস্তিয়ান শোয়াইনস্টাইগার, মরগ্যান স্নেইডারলিন ও মেমফিস ডিপেকে। কিন্তু রাদামেল ফ্যালকাও ও রবিন ফন পার্সির ছেড়ে যাওয়া জায়া দুটি এখনো পূরণ করা হয়নি।গেলো মৌসুমে মাঝমাঠে রুনিকে খেলানো নিয়ে মেলা বিতর্ক হয়েছে। তবে ক্লাব ক্যাপ্টেন এবার বলেছেন, কোচ তার জায়গাটা ফিরিয়ে দেবেন। "স্টাইকারই আমার সেরা পজিশন, সব সময় আমি এই কথাটা বলি।" রুনির ভাষায়, "যে দুই মৌমুসে আমি একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছি সেই দুটি মৌসুম ছিল আমার গোল করার জন্য সেরা। ম্যানেজার ও আমি এটাকেই আমার সেরা পজিশন ভাবছি। আশা করছি আমি ভালো খেলতে পারবো। আর কোচকে এর প্রতিদান দিতে পারবো। দলের জন্য গোল করতে পারবো। আমার মনে কোনো সংশয় নেই যে আবার গোটা বিশেক গোল করতে পারবো। ওখানে এই মৌসুমে খেললে আমি গোল পেতে পারি। এটাই আমি পছন্দ করি। ওটাই আমার খেলার সেরা জায়গা।"২০০৪ সালে ম্যানচেস্টারে যোগ দেওয়ার পর ৩৪০ ম্যাচে ১৭০ গোল করেছেন রুনি। ২৯ বছরের এই খেলোয়াড়ের ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় ২০০৩ সালে। জাতীয় দলের হয়ে ১০৫ ম্যাচে ৪৮ গোল করেছেন রুনি।
ম্যানচেস্টার এই মৌসুমে সই করিয়েছে ম্যাতেও দারমিয়ান, বাস্তিয়ান শোয়াইনস্টাইগার, মরগ্যান স্নেইডারলিন ও মেমফিস ডিপেকে। কিন্তু রাদামেল ফ্যালকাও ও রবিন ফন পার্সির ছেড়ে যাওয়া জায়া দুটি এখনো পূরণ করা হয়নি।গেলো মৌসুমে মাঝমাঠে রুনিকে খেলানো নিয়ে মেলা বিতর্ক হয়েছে। তবে ক্লাব ক্যাপ্টেন এবার বলেছেন, কোচ তার জায়গাটা ফিরিয়ে দেবেন। "স্টাইকারই আমার সেরা পজিশন, সব সময় আমি এই কথাটা বলি।" রুনির ভাষায়, "যে দুই মৌমুসে আমি একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছি সেই দুটি মৌসুম ছিল আমার গোল করার জন্য সেরা। ম্যানেজার ও আমি এটাকেই আমার সেরা পজিশন ভাবছি। আশা করছি আমি ভালো খেলতে পারবো। আর কোচকে এর প্রতিদান দিতে পারবো। দলের জন্য গোল করতে পারবো। আমার মনে কোনো সংশয় নেই যে আবার গোটা বিশেক গোল করতে পারবো। ওখানে এই মৌসুমে খেললে আমি গোল পেতে পারি। এটাই আমি পছন্দ করি। ওটাই আমার খেলার সেরা জায়গা।"২০০৪ সালে ম্যানচেস্টারে যোগ দেওয়ার পর ৩৪০ ম্যাচে ১৭০ গোল করেছেন রুনি। ২৯ বছরের এই খেলোয়াড়ের ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় ২০০৩ সালে। জাতীয় দলের হয়ে ১০৫ ম্যাচে ৪৮ গোল করেছেন রুনি।