খেলাধুলা

দুঃসংবাদ পেলেন সাকিব

অ্যান্টিগা টেস্টের পর সেন্ট লুসিয়াতেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দুই টেস্টে হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব আল হাসানের দল। প্রথম টেস্টে দলের জন্য লড়াই করা সাকিব সেন্ট লুসিয়াতে তেমন উজ্জ্বল ছিলেন না। যার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে একধাপ অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের।

প্রথম টেস্টের পর গত ২২ জুন টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছিলেন সাকিব। টপকে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও জেসন হোল্ডারকে। দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছিলেন দ্বিতীয় স্থানে। এবার সেখান থেকে একধাপ পিছিয়ে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। অশ্বিন থেকে পিছিয়ে এখন তৃতীয় স্থানে আছেন বাংলাদেশি তারকা।

আজ বুধবার দুপুরে এক সংবাদ বিবৃতিতে র‍্যাঙ্কিংয়ে হালনাদের তথ্য জানিয়েছে আইসিসি। নতুন র‍্যাঙ্কিং অনুসারে, অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের ওপরে এখন আছেন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

র‍্যাঙ্কিংয়ে ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন ভারতীয় তারকা। ৩৪১ রেটিং নিয়ে দ্বিতীয়তে আছেন অশ্বিন। আর ৩২৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব। সাকিবের পর ৩২৯ রেটিন নিয়ে চারে আছেন জেসন হোল্ডার। পাঁচে আছেন ইংলিশ তারকা বেন স্টোকস। তাঁর রেটিং ২৯৩।

এর আগে ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন সাকিব। লম্বা সময় সেটা ধরে রেখেছেন তিনি। কিন্তু মাঝে আইসিসির নিষেধাজ্ঞা ও চোটের কারণে শীর্ষস্থান হারান বাংলাদেশি তারকা। ফের নিজের শীর্ষস্থান ফিরে পাওয়ার জন্য লড়ছেন এই অলরাউন্ডার।   এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]