খেলাধুলা

বাংলাদেশ সফরটি কঠিন হবে: স্টিভেন স্মিথ

বাংলাদেশ সিরিজকে ট্রায়াল হিসেবে দেখছেন না
অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথ।
প্রায় নয় বছর পর চলতি মাসের শেষের দিকে
বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট
দল। আসন্ন সফরে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলবে
অসিরা। সফরটিকে কঠিন হিসেবেই মানছেন স্মিথ।
তার মতে, ‘বাংলাদেশের কন্ডিশন একেবারেই ভিন্ন।
তাই আসন্ন সফরটি আমাদের জন্য বেশ কঠিনই
হবে।’
মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, শেন
ওয়াটসন ও ক্রিস রজার্সের হঠাত্ই একসাথে
অবসরে চলে যাওয়ায় অস্ট্রেলিয়ার টেস্ট দলটি
এখন পরিণত হয়েছে তারুণ্যের দলে। আর এমন
দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে রয়েছেন
দুইজন নতুন খেলোয়াড়। পাঁচজনেরও বেশি
খেলোয়াড়ের সামান্য টেস্ট ম্যাচ খেলার
অভিজ্ঞতা রয়েছে।
এমন তারুণ্যময় দলের সাথে বাংলাদেশের কন্ডিশন
অনেক বেশি চিন্তার কারণ অস্ট্রেলিয়ার সামনে।
এমনটা মানছেন অস্ট্রেলিয়ার নয়া অধিনায়ক স্মিথও,
‘দলের নতুন খেলোয়াড়দের জন্য বাংলাদেশ
সফরটি মোটেও পরীক্ষার সিরিজ নয়। দলের
সকল খেলোয়াড়ের কাছে এটি গুরুত্বপূর্ণ এক
সিরিজ। টেস্ট দলে জায়গা পাকাপোক্ত করার
সবচেয়ে সেরা সুযোগ নতুনদের।’
এ ছাড়া বাংলাদেশের কন্ডিশন নিয়েও কথা বলছেন
স্মিথ, ‘শুধুমাত্র একটি সিরিজই নয়, সবগুলো টেস্ট
জয়ের লক্ষ্য থাকে সবার। এমনকি সবগুলো
সিরিজও জয়ের লক্ষ্য থাকে সবার। তেমনই
বাংলাদেশের সিরিজেও জয়ের লক্ষ্য আমাদের।
তবে বাংলাদেশের কন্ডিশনে খেলাটা অনেক
বেশি কঠিন। নিজেদের মাঠে বেশ ভালো
ক্রিকেট খেলছে তারা। তাই আমাদের জন্য
বাংলাদেশ সফরটি বেশ কঠিন হবে। আমরা আশা করছি
ভালো ফল করতে পারবো। আমরা সে ভাবেই
প্রস্তুত হচ্ছি।’
খবর বাসসের।