খেলাধুলা

মেয়েদের ইউরোতে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

এক-দুই বছর নয়। ফুটবলের মেজর শিরোপার জন্য দীর্ঘ ৫৬ বছর অপেক্ষা করেছে ইংল্যান্ড। গেল ইউরোতে পুরুষ দল ফাইনালে উঠেও সেই আক্ষেপ দূর করতে পারেনি। অবশেষে নারী ফুটবলাররা পারলেন খরা কাটাতে। উইমেন’স ইউরোর রেকর্ড চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড নারী দল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার দিবাগত রাতে অতিরিক্ত সময়ে গড়ানো ইউরোর ফাইনালে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড নারী দল। দলের জয়ের ম্যাচে গোল করেছেন এলা টুন ও ক্লোয়ি ম্যাগি কেলি। আর প্রতিপক্ষের হয়ে জালের দেখা পান লিনা মাগুল।

১৯৬৬ বিশ্বকাপে জিওফ হার্স্ট-ববি চার্লটনদের পর থেকে এতদিন ধরে ট্রফির জন্য ইংলিশ ফুটবলে হাহাকার ছিল। এতদিন পর সেই আক্ষেপ দূর হলো নারী ফুটবলারদের দিয়ে।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডকে এগিয়ে নেন এলা টুন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। একটু পরেই জার্মানিকে খেলায় ফেরান লিনা মাগুল। জার্মানি সমতায় ফিরলে শেষ পর্যন্ত খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ব্যবধান গড়ে দেন কেলি। ১১০তম মিনিটে গোল করে ইংলিশ দর্শকদের উচ্ছ্বাসে ভাসান কেলি।

নারী ফুটবলের ইতিহাসে এটাই তাদের প্রথম শিরোপা। মেয়েদের ইউরোপ সেরার এবারের আসরে শুরু থেকেই ফেভারিট ধরা হয়েছিল ইংলিশদের। অবশেষে ফেভারিটদের মতোই ট্রফি উঁচিয়ে ধরল ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এই শিরোপা জয়ের সাক্ষী হলো, রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন্য দর্শক।   এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]