খেলাধুলা

এবার ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চান ইলন মাস্ক!

টুইটারের পর এবার লিগ পারফর্ম্যান্সে ধুঁকাতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেয়ার ঘোষণা দিয়েছেন টেসলা-স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেবো আমি।

বহুজাতিক দুটি প্রতিষ্ঠানের এই উদ্যোক্তা বলেন, আমি অবশ্যই ক্লাবটি কিনে নেবো। বিশ্বের বৃহত্তম এই ক্লাব কেনার জন্য আমি ২০০ কোটি পাউন্ড ব্যয় করতে চাই। বিভিন্ন আর্ন্তজাতিক গনমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

গণমাধ্যমে রোনালদো বিতর্ক নিয়ে তিনি মতামত জানান, আমি মনে করি যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলত্যাগের অনুমতি দেয়া বাঞ্ছনীয়। এই দলের প্রশিক্ষক (কোচ) এরিক টেন হাগের কাছে সেই মিনতিই জানাচ্ছি আমি।

ইলন মাস্ক একজন রসিক শিল্পোদ্যোক্তা। উল্টোপাল্টা কথা ও কাজের মাধ্যমে থাকতে চান আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে বেশ হাস্যরসাত্মক মন্তব্যও করে থাকেন নেটিজেনরা। এর আগে টুইটার কিনে নেয়ার খবরেও বেশ সমালোচিত হয়েছেন তিনি। অনেক ক্ষেত্রে হাস্যরসের খোরাকও জুগিয়েছেন।   এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]