খেলাধুলা

ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ম্যাচ সিডিউল: ২৮ নভেম্বর

সোমবার (২৮ নভেম্বর) কাতার বিশ্বকাপ- ২০২২ এ মাঠে গড়াচ্ছে চারটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হবে ক্যামেরুন-সার্বিয়া, দক্ষিণ কোরিয়া-ঘানা, ব্রাজিল-সুইজারল্যান্ড ও পর্তুগাল-উরুগুয়ে। এ দিনের প্রথম ম্যাচে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ২টায় ডু-অর-ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্যামেরুন-সার্বিয়া। গ্রুপ-জি-এর এ দু’দলই রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। দ্বিতীয় ম্যাচে ভোর ৫টায় আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ঘানা-দক্ষিণ কোরিয়া। 'এইচ' গ্রপের এই দল ‍দুটি বিশ্বকাপে এর আগে কখনও একে অন্যের বিপক্ষে খেলেনি। দিনের তৃতীয় ম্যাচে সকাল ৮টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। গ্রুপ-জি-এর ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুমুল। কারণ ব্রাজিল কখনোই বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি। চতুর্থ ম্যাচে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল ও উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে ক্যালিফোর্নিয়া সময় সকাল ১১টায়। ৪ বছর আগেই রাশিয়া আসরে শেষ ষোলোয় দেখা হয়েছিল দু’দলের। সেবার ২-১ গোলে জিতেছিল উরুগুয়ে।
এলএবাংলাটাইমস/ওম/এনএইচ   [এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]