বুধবার (৩০ নভেম্বর) কাতার বিশ্বকাপ- ২০২২ এ মাঠে গড়াচ্ছে চারটি ম্যাচ। এসব ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পোল্যান্ড, ফ্রান্স-তিউনিশিয়া, সৌদি আরব-ম্যাক্সিকো ও অস্ট্রেলিয়া-ডেনমার্ক।
এ দিনে ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী ভোর ৭টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-তিউনিশিয়া এবং অস্ট্রেলিয়া-ডেনমার্ক। গ্রুপ পর্যায়ে পরপর দুটি ম্যাচ জিতে নক আউট পর্বে যাওয়া নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে এক ম্যাচ হার ও ড্র নিয়ে বিশ্বকাপের ডি গ্রুপের তলানিতে অবস্থান করছে তিউনিশিয়া। ফ্রান্সের এই ম্যাচ নিয়ম রক্ষার হলেও বাঁচা-মরার লড়াই তিউনিশিয়ার।
অপরদিকে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। সমান ম্যাচ থেকে ডেনমার্কের পয়েন্ট ১। অস্ট্রেলিয়া সবশেষ ২০০৬ বিশ্বকাপে নকআউট পর্বে খেলেছিল। আজ জিতলে ১৬ বছর পর শেষ ষোলোতে উঠবে তারা।
ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী সকাল ১১টায় ডু-অর-ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-পোল্যান্ড এবং সৌদি আরব-ম্যাক্সিকো। গ্রুপ 'সি'-এর শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনার জন্য প্রতিটি ম্যাচই এখন অলিখিত ফাইনাল। পরিসংখ্যান অবশ্য আশা দেখাচ্ছে আর্জেন্টিনাকে।
অপরদিকে সৌদি আরব-ম্যাক্সিকো ম্যাচেও রয়েছে হিসাব-নিকাশ। ১ পয়েন্ট নিয়ে সবার শেষে থাকা মেক্সিকোকে আজ রাতে জিততেই হবে। কিন্তু আর্জেন্টিনা হার এড়ালে জিতেও গ্রুপ পর্ব টপকাতে ব্যর্থ হবে মেক্সিকানরা। আর সৌদি আরবের নকআউট ভাগ্য তাদের হাতেই। মেক্সিকোকে হারালেই পরের পর্বে পৌঁছাবে তারা। তবে ড্র করলে তাদের চাওয়া থাকবে, পোল্যান্ড যেন হারায় আর্জেন্টিনাকে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম