ব্রাজিল মানেই সাম্বার ছন্দ। ব্রাজিল মানেই জোগোবনিতো। কোরিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ানদের দাপুটে ফুটবলের সঙ্গে যোগ হয়েছে বাহারি নাচ। বিশ্বকাপের আগেই গোল উদযাপনের জন্য দশটি নাচ ঠিক করে রেখেছিল ব্রাজিল। প্রতিটি গোলেই নেইমাররা নেচেছেন, উদযাপন করেছেন। খেলোয়াড়রা তো বটেই, নাচলেন কোচ তিতেও। কিন্তু এই ব্যাপারটাই পছন্দ হয়নি কিছু ফুটবলবোদ্ধার। সাবেক আইরিশ ফুটবলার রয় কিন যেমন বলেছেন, এমন নাচ তার কাছে মনে হয় অসম্মানজনক। সংবাদ সম্মেলনে এই নিয়ে প্রশ্নের জবাব দিলেন কোচ তিতে।
আয়ারল্যান্ডের সাবেক তারকা ইংল্যান্ডের আইটিভিতে বলেন, 'প্রতি গোলের পর এভাবে উদযাপন প্রতিপক্ষের জন্য অপমানজনক। একটা গোলে নাচলে ঠিকাছে, প্রতি গোলের পর না। তাদের কোচও সেখানে যোগ দিলেন। এটা ভালো লাগেনি। 'বলা হয় এটা নাকি তাদের সংস্কৃতি। আমার তো মনে হয় এটা প্রতিপক্ষকে অসম্মান করা।' ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নিয়ে প্রশ্ন উঠলে তিতে বিনয়ের সঙ্গে জানান, 'দেখুন নিজেদের সফলতা প্রকাশ করা ছাড়া এই উদযাপনের আর কোন লক্ষ্য ছিল না। দলের জন্য আনন্দ, পারফরম্যান্সের খুশি কেবল আছে আর কিছু না। প্রতিপক্ষ, প্রতিপক্ষের কোচ পাওলো বেন্তোকে আমি সম্মান করি।' নিজের নাচ সম্পর্কে তিতে ব্যাখ্যায় জানান তরুণ তারকাদের সঙ্গে একাত্ম হতে চেয়েছিলেন তিনি, 'ছেলেরা খুবই তরুণ, আমি চেষ্টা করি ওদের সঙ্গে একাত্ম হতে। আমাদের ফুটবলের চরিত্র ও মানিসকতার সঙ্গে যায় ওই নাচ।'
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস