খেলাধুলা

হেরে রেফারিকে দুষলেন ক্রোয়েশিয়ার মডরিচ

গেল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে প্রথমবার ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন চূর্ণ হয়ে যায় লুকা মডরিচের। কাতারে জাতীয় দলের জার্সি গায়ে আরও একবার ইতিহাস গড়ার কাছাকাছি ছিলেন ক্রোয়াট এই তারকা। তবে আর্জেন্টিনার বিপক্ষে হেরে এবারও সেমিফাইনালের মঞ্চ থেকেই বিদায় নিতে হয়েছে ৩৭ বছর বয়সী এ তারকাকে। তার দল মেসিদের কাছে হেরেছে ৩-০ ব্যবধানে হেরে। ম্যাচ হেরে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মডরিচ। রিয়াল মাদ্রিদ তারকা বলেন, 'যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা জিতেছে, তারা আমাদের থেকে ভালো দল ছিল, তারা অবশ্যই জয়ের দাবিদার। কিন্তু কিছু জিনিস সম্পর্কে আমার বলা উচিত, যা আমি সচরাচর বলি না।' এই ম্যাচে রেফারি হিসেবে ছিলেন ইতালির দানিয়েল ওরসাতো। ম্যাচের প্রথমার্ধে হুলিয়ান আলভারেজকে ফাউল করার কারণে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। যেটি নিয়েই নাখোশ এই ৩৭ বছর বয়সী মিডফিল্ডার। 'আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার দেখা সবচেয়ে বাজে রেফারিং। আমার কোন ভালো অভিজ্ঞতা নেই তার সাথে। ঐটা পেনাল্টি ছিল না।' পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মডরিচ বলেন, 'আমি আর্জেন্টিনাকে খাটো করছি না, কিন্তু পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমাদের তৃতীয় হওয়ার জন্য এখন লড়াই করতে হবে এবং জিততে হবে।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস