খেলাধুলা

এমবাপ্পে কতটা ভয়ঙ্কর তা জানেন মার্টিনেজ

বিশ্বকাপে নিজেদের ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্যে আজ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। চার বছর আগের বিশ্বকাপে এই ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর প্রথমবার দেখা হচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দল দুটির। এদিকে বিশ্বকাপের ট্রফি জয়ের শেষ সুযোগ লিওনেল মেসির। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হওয়ার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পেরা। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জন্য এটি প্রথম বিশ্বকাপ ফাইনাল। তবে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নামার আগে এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের বিপক্ষে কৌশল নিয়ে মার্টিনেজ বলেন, 'আমরা তাদের খেলা দেখেছি, তারা আমাদের চরম প্রতিপক্ষও বটে। এমবাপ্পে অসাধারণ একজন ফুটবলার, তাদের দলটাও দারুণ। আমরা জানি সে সামনাসামনি কতটা ভয়ঙ্কর। আমরা আমাদের খেলাটাই খেলবো।' এমি মার্টিনেজ সবসময়েই মেসির জন্য নিজেকে উজাড় করে দিতে চেয়েছেন। ফাইনালের আগেও সেটি আরেকবার মনে করিয়ে দিলেন, 'আমি তাকে অন্য আর্জেন্টাইনদের মতই সুখী দেখছি। আমি কোপা আমেরিকাতে অসাধারণ মেসিকে দেখেছিলাম, এবার বিশ্বকাপে তার চেয়েও অসাধারণ খেলছেন তিনি। তাকে বেশ উপভোগ করতে দেখছি যা দলের জন্য ভালো।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস