ঢাকা টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়ে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ দিন জয়ের জন্য দুদলের সামনেই ছিল সমান সম্ভাবনা। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে রোববার সকালে আশা জেগে ওঠে বাংলাদেশ শিবিরে। কিন্তু সেই আশা পূরণ করতে দেননি শ্রেয়াস আইয়ার ও অশ্বিন। তাদের দৃঢ় ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় পেয়েছে ভারত। বাংলাদেশের সম্ভাবনা উড়িয়ে বড় দিনে ভক্তদের জয় উপহার দিল ভারত।
এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেও জয় পায় সফরকারীরা। টানা দুই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল লোকেশ রাহুলের দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনের শেষ ভাগে তিন উইকেট নিয়ে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখেন মিরাজ। আজ টেস্টের চতুর্থ দিনও দলকে আশা দেখান তিনি। তিনের শুরুতেই তুলে নেন আরও দুটি উইকেট। সঙ্গে সাকিব নিয়েছেন একটি। দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত।
কিন্তু অশ্বিন আর শ্রেয়াসের জুটিতে বিপদ থেকে বেঁচে যায় ভারত। দলকে জেতানোর পথে শ্রেয়াস করেন ৪৬ বলে ২৯ রান। অন্যদিকে অশ্বিন উপহার দেন ৬২ বলে ৪২ রানের ইনিংস।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস