খেলাধুলা

মেসির চেয়ে রোনালদোর দাম বেশি?

ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে
প্রতিযোগিতা না করতে চাইলেও তা হয়ে
যায়। যেখানে রোনালদোর নাম আসে
সেখানে আসে লিওনেল মেসির নামও। এবার
ফোর্বস একটি র্যাংকিং প্রকাশ করলো।
বিশ্বের শীর্ষ ১০ অ্যাথলেটি ব্র্যান্ডের
র্যাংকিং। সেখানে সেরা দশে পর্তুগাল ও
রিয়াল মাদ্রিদের সুপারস্টার রোনালদো
আছেন। কিন্তু তালিকায় নেই আর্জেন্টিনা
ও বার্সেলোনার মহাতারকা মেসি! তাদের
দুজনকে পেছনে ফেলেছেন ভারতের এম এস
ধোনি।
গত বছরের চেয়ে এবার এক ধাপ
পিছিয়েছেন রোনালদো। তবু আছেন
র্যাংকিংয়ের আট নম্বরে। এই র্যাংকিং
করা হয়েছে অ্যাথলেটদের ব্র্যান্ড মূল্য
হিসেব করে। স্পন্সরশিপ থেকে যে আয় তাই
এখানে নির্ধারক। ফোর্বসের হিসেবে
রোনালদোর ব্র্যান্ড মূল্য ১০.৪ মিলিয়ন
পাউন্ড। শীর্ষে থাকা গলফার টাইগার
উডসের চেয়ে এটা ৯ মিলিয়ন পাউন্ড কম।
গত বছর রোনালদোর ব্র্যান্ড মূল্য ছিল ১১
মিলিয়ন পাউন্ড। ২০১৪ সালে মেসির ব্র্যান্ড
মূল্য ছিল ৭.৭৮ মিলিয়ন পাউন্ড।
র্যাংকিংয়ের নবম স্থানে ছিলেন তিনি।
এবার শীর্ষ দশের বাইরে ছিটকে পড়েছেন
এই ফুটবল জাদুকর।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন গলফার
ফিল মিকেলসন। তার ব্র্যান্ড মূল্য ১৮.২
মিলিয়ন পাউন্ড। টেনিস তারকা রজার
ফেদেরার ও বাস্কেটবল স্টার লেব্রন জেমস
১৭.৫ মিলিয়ন পাউন্ড নিয়ে যুগ্ম তৃতীয়।
ভারতের সীমিত ওভারের ম্যাচের ক্রিকেট
অধিনায়ক ধোনি ১৩.৭ মিলিয়ন পাউন্ড নিয়ে
আছেন সেরা ৫ এ। তার পর আসছে স্প্রিন্ট
কিং উসাইন বোল্ট ও ওকলাহোমা সিটি
থান্ডার স্মল ফরোয়ার্ড কেভিন ডুরান্টের
নাম। দুজনেরই মূল্য ১১.৭ মিলিয়ন পাউন্ড।
সেরা দশ দলের ব্র্যান্ড মূল্যে রোনালদোর
রিয়াল মাদ্রিদ পঞ্চম স্থানে। তাদের মূল্য
৩০১ মিলিয়ন পাউন্ড। ম্যানচেস্টার
ইউনাইটেডের মূল্য ২৮৯ মিলিয়ন পাউন্ড।
বার্সেলোনার ব্র্যান্ড মূল্য ২৮৩ মিলিয়ন
পাউন্ড। সেরা চার স্থান যুক্তরাষ্ট্রের
ফ্রাঞ্চাইজি নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ, দ্য লস
অ্যাঞ্জেলেস ল্যাকারস, দ্য ডালাস
কাউবয়েজ ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের।