খেলাধুলা

পাকা কথা দিয়ে সরে গেলেন হাথুরু!

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে বিসিবির সঙ্গে কথা পাকাপাকি করে ফেলেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কান এ কোচকে সব ধরনের সুযোগ-সুবিধা দিতেও রাজি হয়েছিল বোর্ড। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করার কথা ছিল তাঁর। কিন্তু এর মধ্যেই গতকাল হঠাৎ জানা গেল চন্ডিকা বিসিবির চাকরিতে যোগ দিচ্ছেন না। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির কোচের চাকরিতেই থেকে যাচ্ছেন তিনি। বাংলাদেশের চাকরি নিশ্চিত জানার পর নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ পদোন্নতিও দিয়েছে তাঁকে। তাই পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিবির এক কর্মকর্তা জানান, ইউটার্ন নিয়ে হাথুরুসিংহে বিসিবিকে 'না' করে দিয়েছেন। এ ব্যাপারে জানতে চেয়ে হাথুরুসিংহের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও উত্তর পাওয়া যায়নি তাঁর কাছ থেকে।অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ চলাকালে সিডনিতে কয়েকজন পরিচালকের উপস্থিতিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন হাথুরুসিংহে। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। বিশ্বকাপ শেষে বিসিবি থেকে আনুষ্ঠানিক যোগাযোগ চলে দু'পক্ষের মধ্যে। ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষে রাসেল ডমিঙ্গো প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করায় হাথুরুসিংহের নিয়োগ অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তাঁর চাওয়া অনুযায়ী তিন সংস্করণের প্রধান কোচ মনোনীত করা হয়। এলএবাংলাটাইমস/এজেড