খেলাধুলা

এশিয়ান র‌্যাঙ্কিংয়ে শীর্ষে দৌড়বিদ ইমরানুর

কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন দৌড়বিদ ইমরানুর রহমান। ৬০ মিটারে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ওই সাফল্যের পুরস্কার র‌্যাঙ্কিংয়েও পেয়েছেন। দেশের দ্রুততম এই দৌড়বিদ এশিয়ান ৬০ মিটার র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষস্থান দখলে নিয়েছেন। তার সঙ্গে সেরা হয়েছেন চীনের দৌড়বিদ ও এশিয়ার সেরা টাইমিংয়ের বর্তমান রেকর্ডধারী বিংটেইন সু। তার এই অর্জনে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন উচ্ছ্বাস প্রকাশ করেছে। ফেডারেশন জানিয়েছে, ‘এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ার পর ইমরানুর এশিয়ান ৬০ মিটার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। তার অর্জনে আমরা গর্বিত।’ ইমরানুল পরিবারের সঙ্গে থাকেন ইংল্যান্ডে। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। তবে শীর্ষ পর্যায়ে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। লন্ডনে একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের কাজ করেন, পার্ট টাইম একটি কাজে সময় দেন। এরপর নিয়মিত সময় বের করে দৌড়ের প্রস্তুতি নেন তিনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস