খেলাধুলা

বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজ ইংল্যান্ডের জন্য পরীক্ষা

চলতি বছরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের কন্ডিশনের সঙ্গে বেশ মিল বাংলাদেশের। তাই বাংলাদেশ সিরিজকে ইংল্যান্ডের জন্য বিশ্বকাপের পরীক্ষা হিসেবে দেখছে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আজ ইংলিশ অধিনায়ক বললেন, 'বিশ্বকাপকে ঘিরেই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের কন্ডিশন ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা নিজেদের পরীক্ষা নিতে উন্মুখ হয়ে আছি। বিশ্বকাপের আগে এ ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই। দল হিসেবে এই পরীক্ষা দিতে চাই।' ঘরের মাঠে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্সের রেকর্ডও জানা আছে বাটলারের। নিজেদের ডেরায় সর্বশেষ ১৩টি ওয়ানডে সিরিজের একটিতেও হারেনি তামিম ইকবালের বাংলাদেশ। এমনকি গেল ডিসেম্বরে রোহিত শর্মা-বিরাট কোহলির শক্তিশালী ভারতকেও হারায় বাংলাদেশ। ইংলিশ অধিনায়ক বাটলারও মানছেন, আসন্ন সিরিজটি সহজ হবে না। তিনি বলেন, 'বাংলাদেশকে ঘরের মাঠে হারানো কঠিন। ওরা সম্প্রতি ভারতকে হারিয়েছে।' ইংল্যান্ড এখন তিন ফরম্যাটেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে। বাংলাদেশের কন্ডিশনে সেটি সম্ভব হবে কি না, এমন প্রশ্নে বাটলার বলেন, 'সব উইকেটে তো আর ৪০০ রান করা সম্ভব নয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ইতিবাচক খেলাটাই খেলতে চাইব।'



এলএবাংলাটাইমস/আইটিএলএস