খেলাধুলা

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব

বিপিএলের এলিমিনিটের থেকে বাদ পড়ে পিএসএলে খেলতে গিয়েছিলেন সাকিব। সেখানে এক ম্যাচ খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে চলে যান টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এদিকে এক দিন বাদেই ইংল্যান্ড সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে আজ ঢাকায় ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার ৭ টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাকিব। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান। সাকিবকে ছাড়াই বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। দেশে ফেরায় সাকিব আজকেই অনুশীলনে যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়। এদিকে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে সাকিব-তামিমের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আনেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে গতকাল সংবাদ সম্মেলেনে তামিম আশ্বস্ত করেছেন, সম্পর্কে ফাটল ধরলেও তা কেবল মাঠের বাইরেই। মাঠের লড়াইয়ে এনিয়ে কেউই সেভাবে মাথা ঘামান না। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

 
এলএবাংলাটাইমস/আইটিএলএস