খেলাধুলা

এশিয়া কাপ পাকিস্তানেই, তবে ভারতের জন্য থাকতে পারে আলাদা ভেন্যু!

রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে যেতে নারাজ ভারত। তাই এশিয়া কাপে তারা খেলতে চেয়েছিল নিরপেক্ষ ভেন্যুতে। অন্যদিকে পাকিস্তানও হুমকি দেয়, ভারত না গেলে তারা ওয়ানডে বিশ্বকাপ বয়কট করবে। অবশেষে এশিয়া কাপের ভেন্যু নিয়ে লড়াই শেষ হয়েছে। পাকিস্তানেই হতে যাচ্ছে এশিয়া কাপ, তবে ভারত খেলবে অন্য কোনও দেশের ভেন্যুতে। ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, ভেন্যু নিয়ে অচলাবস্থা কেটে যাচ্ছে। বিসিসিআই ও পিসিবি এই সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। অবশ্য দুই দলের মুখোমুখি লড়াই হবে পাকিস্তানের বাইরে। ছয় জাতির এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না বলে আকর্ষণ ধরে রাখতে বিভিন্ন টুর্নামেন্টে তাদের একই গ্রুপে রাখা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ৫০ ওভারের ফরম্যাটে হবে এশিয়া কাপ, সেখানে ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপে খেলবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। অন্য গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ফাইনালসহ ১৩ দিনে ১৩ ম্যাচ হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার ফোরে এবং সেরা দুটি দল খেলবে ফাইনাল। ভারত ও পাকিস্তান হোঁচট না খেলে ফাইনালেও হতে পারে তাদের দেখা। এলএবাংলাটাইমস/এজেড