খেলাধুলা

গোপন তথ্য চেয়ে সিরাজকে অপরিচিত এক ব্যক্তির ফোন

আইপিএলে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট (৮) তাঁর। সিরাজ এবার আলোচনায় মাঠের বাইরের এক ঘটনায়। অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে ‘দুর্নীতির প্রস্তাব’ পেয়েছেন ভারতের এই পেসার। বেঙ্গালুরুর গোপন তথ্য পেতেই এই পেসারকে নাকি ফোন করেছিলেন সেই ব্যক্তি। দেরি না করে সিরাজ সঙ্গে সঙ্গেই বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) সেই প্রস্তাবের কথা জানিয়েছেন। সিরাজকে দেওয়া ‘দুর্নীতির প্রস্তাব’কোনো বাজিকরের কাছ থেকে আসেনি। অচেনা সেই লোক মূলত একজন ড্রাইভার। বিসিসিআইয়ের এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘কোনো বুকি সিরাজকে প্রস্তাব দেয়নি। হায়দরাবাদের এক ড্রাইভার, যে ম্যাচে জুয়ায় আসক্ত, তার কাছ থেকে এই প্রস্তাব এসেছে। সে এরই মধ্যে অনেক টাকা হারিয়েছে, পরে সিরাজকে দলের গোপন তথ্য ফাঁস করার জন্য প্রস্তাব দিয়েছে।’ পিটিআই জানিয়েছে, এরই মধ্যে সেই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ‘সিরাজ প্রস্তাবের কথা সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষকে জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে সেই ব্যক্তিকে আটক করেছে।’
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, সিরাজকে এ প্রস্তাব দেওয়া হয়েছিল আইপিএলের আগে, ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ চলাকালে। সে সময়ই সিরাজ প্রস্তাবের কথা আকসুকে জানান। যদিও ভারতের অন্য অনেক সংবাদমাধ্যমের দাবি, প্রস্তাবটা এসেছিল আইপিএল চলার সময়েই। আইপিএলে ফিক্সিংয়ের ঘটনায় শ্রীশান্ত, অঙ্কিত চাভান, অজিত চান্ডিলা গ্রেপ্তার হওয়ার পর থেকেই ফিক্সিং নিয়ে বাড়তি সতর্ক আকসু। আইপিএলে প্রতিটি দলের সঙ্গেই থাকেন আকসুর এক কর্মকর্তা। দলের সঙ্গে একই হোটেলে থেকে সংশ্লিষ্ট সবার গতিবিধি নজরে রাখেন। এ ছাড়া আইপিএলের আগে আকসু কর্মশালার আয়োজনও করে থাকে, যেখানে ক্রিকেটারদের যোগ দেওয়া বাধ্যতামূলক। কর্তৃপক্ষকে প্রস্তাবের কথা না জানালে ক্রিকেটারদের শাস্তির মুখে পড়তে হয়। বাংলাদেশের টেস্টে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে ২০১৮ সালে আইপিএল চলাকালে দেওয়া ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগে শাস্তির মুখে পড়তে হয়েছিল।   এলএবাংলাটাইমস/আইটিএলএস