বাবর আজমের সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৩৪ রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা।
দলের হয়ে ১১৭ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৭ রান করেন বাবর আজম। ওয়ানডে ক্রিকেটে ৯৯তম ম্যাচে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি হাঁকান তিনি।
পাকিস্তানের এই তারকা ক্রিকেটার ৪৭ টেস্টে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি করেন বাবর।
শুক্রবার করাচি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান। দলের হয়ে বাবর আজম সেঞ্চুরি করেন। ৪৬ বলে ৫৮ রান করেন আগা সালমান। ৫৫ বলে ৪৪ রান করেন শান মাসুদ।
টানা তিন ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। আজ এবং রোববার শেষ ওয়ানডেতে জয় পেলে হোয়াইটওয়াশ হবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
পাকিস্তানে চলতি সফরের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (২-২) ব্যবধানে ড্র করে নিউজিল্যান্ড। সিরিজের চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস