ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চারটিতে টানা জিতে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরে উঠেছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।
সাফল্যের এই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে জিততে চায় পাকিস্তান।
এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি বলেন, আমি আশা করি,পাকিস্তান এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ জিতবে। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যা বৈশ্বিক আসরে ভালো পারফরম্যান্স করতে আমাদের সাহায্য করবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস