স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ওভারেই লিটনকে হারিয়েছে সফরকারীরা। জশ লিটলের সুইংয়ে এলবির শিকার হয়ে সাজঘরে ফেরেন শূন্য হাতেই। লিটনের পর টিকতে পারেননি তামিমও। ১৯ বলে ১৪ রান করে ফিরেছেন তামিম।
১৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭ রানে ব্যাটিং করছে বাংলাদেশ। ক্রিজে সাকিবের সঙ্গে আছেন শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে আছে দুটি পরিবর্তন। চোটের কারণে এ সিরিজে নেই তাসকিন আহমেদ। বাদ পড়েছেন নাসুম আহমেদও। এ দুজনের জায়গায় আজ একাদশে আছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
এদিকে আইপিএলের কারণে বাংলাদেশ সফরে ছিলেন না জশ লিটল। তবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজে তাকে দলে ফিরিয়েছে আইরিশরা। সবশেষ ওয়ানডে থেকে পরিবর্তন এই একটিই।
চেমসফোর্ডে অনুষ্ঠিতব্য ম্যাচটি দেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য স্বস্তির খবর রেখেছে আইসিসি, আইসিসি টিভিতে দেখা যাবে পুরো সিরিজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।
এলএবাংলাটাইমস/আইটিএলএস