খেলাধুলা

ক্যারিবীয়দের ওয়ানডে ও টি-২০ কোচ ড্যারেন স্যামি

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামিকে ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের হেড কোচ নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এছাড়া টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দ্রে কোলেকে। শুক্রবার এক বিবৃতি দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় দলে স্যামির কোচিং ক্যারিয়ার শুরু হবে বড় এক চ্যালেঞ্জ নিয়ে। জুনে জিম্বাবুয়েতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্ব খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তারা খেলবে প্রথম ম্যাচ। স্যামির দায়িত্ব থাকবে দলকে বিশ্বকাপের মূল আসরে তোলা। দায়িত্ব নিয়ে স্যামি বলেছেন, ‘এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ, তবে আমি দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিতও। দায়িত্ব নিতে, খেলোয়াড়দের প্রভাব বুঝতে ও ড্রেসিংরুমে আমার যে প্রভাব আছে তা কাজে লাগাতে মুখিয়ে আছি।’ তিনি জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে তার যে আবেগ, সাফল্য, ইচ্ছাশক্তি ছিল কোচ হিসেবেও একই থাকবে। একই ভঙ্গিতে কাজ করার চেষ্টা করবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তার ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন। এর আগে ড্যারেন স্যামি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হেড কোচের দায়িত্ব পালন করেছেন। সিপিএলে তিনি সেন্ট লুসিয়ার কোচ ছিলেন। কোলে ওয়েস্ট ইন্ডিজের বয়স ভিত্তিক, ‘এ’ দল থেকে ঘরোয়া লিগে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন। জিম্বাবুয়ে সিরিজে অন্তবর্তীকালীন কোচও ছিলেন তিনি।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস