খেলাধুলা

বিশ্বকাপ নিয়ে আফ্রিদির মন্তব্যের জবাব দিলেন নাজাম শেঠি

ভারতে অনুষ্ঠেয় একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের অবশ্যই অংশগ্রহণ করা উচিত বলে অলরাউন্ডার শহিদ আফ্রিদি যে মন্তব্য করেছেন, তার কঠোর জবাব দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি। নাজাম শেঠি সম্প্রতি বলেছে, ভারত পাকিস্তানে এসে এশিয়া কাপ না খেললে, পাকিস্তান ক্রিকেট দলও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। খবর ক্রিকেট পাকিস্তানের। এর জবাবে আফ্রিদি বলেছিলেন— আমি বুঝতে পারছি না, কেন পিসিবি বিশ্বকাপ বয়কট করতে চাচ্ছে? পাকিস্তানের উচিত ভারতে গিয়ে বিশ্বকাপ ট্রফিটা জয় করে আনা। এতেই তাদের গালে চপেটাঘাত মারা হবে। আফ্রিদির এ মন্তব্যের জবাবে নাজাম শেঠি বলেছেন, পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি আফ্রিদি কিংবা আমার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে না, এটা একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এ নিয়ে আমাদের নাক গলানোর কিছুই নেই।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস