খেলাধুলা

অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু

ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত তাতে সাড়া দেয়নি। ফলে, এশিয়া কাপ নিয়ে শুরু হয় নানা নাটক। অবশেষে, অনেক নাটকীয়তার পর চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু। এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে পিসিবি। আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতেই হবে এবারের এশিয়া কাপ। সেক্ষেত্রে পাকিস্তানে হবে চারটি ম্যাচ।তবে ভারতের কোনো খেলা সেখানে থাকবে না। ভারতের গ্রুপ পর্বের ম্যাচ, সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর আগে, পাকিস্তানের হাইব্রিড মডেলে সম্মতি দেয় আফগানিস্তান ও নেপাল। বাংলাদেশও এই মডেলের পক্ষে মত দিয়েছে বলে দাবি পাকিস্তানের গণমাধ্যমের। তবে পুরো টুর্ণামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় ভারত। পাকিস্তানে যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে তা মাঠে গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এল এবাংলাটাইমস/এজেড