খেলাধুলা

বর্ণবাদের কারণে শাস্তির মুখে ছয় ইংলিশ ক্রিকেটার

আজিম রফিককে উদ্দেশ্য করে বর্ণবাদী ভাষা ব্যবহারের জন্য শাস্তির মুখে পড়েছেন ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের ছয় সাবেক ক্রিকেটার। ক্লাবের ক্রিকেট ডিসিপ্লিন কমিশন তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও আর্থিক জরিমানা করেছে। শাস্তি পাওয়া ছয় ক্রিকেটার হলেন গ্যারি ব্যালেন্স, টিম ব্রেসনান, অ্যান্ড্রু গেল, ম্যাথু হগার্ড, কোচ রিচার্ড পাইরাহ ও জন ব্লেইন। ইতোমধ্যে ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়েতে পাড়ি দিয়ে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ব্যালেন্স। ৩ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি ৬ ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাকে। ইংল্যান্ডের সঙ্গে আবার কখনও যুক্ত হলেই শাস্তি কার্যকর হবে ব্যালেন্সের। ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার হগার্ড ও ব্রেসনানকে ৪ হাজার পাউন্ড জরিমানা ও চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আর ব্লেইনকে আড়াই হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া কোচ গলকে ৬ হাজার পাউন্ড জরিমানার সঙ্গে কোচিংয়ে চার সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আরেক কোচ পাইরাহকে আড়াই হাজার পাউন্ড জরিমানা ও কোচিংয়ে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৯ জুন পর্যন্ত শাস্তির বিপক্ষে আবেদন করতে পারবেন অভিযুক্তরা। এলএবাংলাটাইমস/এজেড