ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। যদিও একটু এদিক-ওদিক হলে সিরিজটা ঘরে তুলতে পারতো বাংলাদেশ। টি-২০ ফরম্যাটে হারলেও ওয়ানডে ফরম্যাটে জয়ের আশার কথা বলেন অধিনায়ক নিগার সুলতানা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৫২ রানে অলআউট হয়ে ওই আশার পালে ধাক্কা লাগে। তবে ৬১ রানে ভারতীয় নারী দলের ৫ উইকেট তুলে নিয়ে আশা বাঁচিয়ে রেখেছে টাইগ্রেসরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে ভারতের নারী দল। দিপ্তি শর্মা ১৮ ও আমানজোত কাউর ৮ রানে ব্যাট করছেন। মাহফুজা ও রাবেয়া খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে বাংলাদেশ দলের হয়ে তিনে ব্যাট করা ফারজানা হক ২৭ ও নিগার সুলতানা ৩৯ রান করেন। এছাড়া ওপেনার মুর্শিদা খাতুন ১৩ ও লোয়ার অর্ডারের সুলতানা খাতুন ১৬ রানের ইনিংস খেলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস